Free Recharge: বিনামূল্যে 28 দিনের রিচার্জ অফার করছেন মোদী, লোভে পড়লেই ফকির হবেন

বিগত কয়েক বছর ধরে মোবাইল ইউজারদের যে বিষয়টি বিরক্তি এবং ভয়ের কারণ হয়ে উঠেছে, তা হল ভুয়ো মেসেজ। কখনও আকর্ষণীয়...
Anwesha Nandi 26 Jun 2023 11:57 AM IST

বিগত কয়েক বছর ধরে মোবাইল ইউজারদের যে বিষয়টি বিরক্তি এবং ভয়ের কারণ হয়ে উঠেছে, তা হল ভুয়ো মেসেজ। কখনও আকর্ষণীয় পুরষ্কার জেতা, কখনও মোবাইল টাওয়ার বসানো থেকে শুরু করে মোবাইল কোম্পানি, জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম এমনকি বিদ্যুৎ কানেকশন প্রোভাইডারের নামে মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি। তাছাড়া ব্যাঙ্ক, KYC, PAN কার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ফোনে মেসেজ এলেও, এখন তা ভালো করে চেক করে দেখে নিতে হচ্ছে। এমতাবস্থায় Facebook, WhatsApp-এর মতো জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমগুলিতে হালফিলে একটি মেসেজ ঘুরছে (পড়ুন ভাইরাল হয়েছে), যাতে বলা হচ্ছে যে ভারত সরকার দেশের প্রতিটি নাগরিককে বিনামূল্যে ২৩৯ টাকার মোবাইল রিচার্জ প্ল্যান ব্যবহারের সুযোগ দিচ্ছে, যার বৈধতা ২৮ দিন। কিন্তু কতোটা সত্যি এই মেসেজ? আপনি এই মেসেজ দেখতে পেলেই বা কী করবেন? আসুন তবে, জেনে নিই এই বিষয়ে কিছু আবশ্যক কথা।

ফ্রি-তে ২৮ দিনের রিচার্জ করে দিচ্ছে সরকার, সত্যি?

ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে সম্প্রতি যে মেসেজটি ভাইরাল হয়েছে এবং যাতে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার নাকি সমস্ত ভারতীয় মোবাইল ইউজারকে ২৮ দিনের ভ্যালিডিটিওয়ালা ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান ফ্রি-তে ব্যবহার করার সুযোগ দিচ্ছে, তা সম্পূর্ণরূপে ভুয়ো। সরকার এমন কোনো অফার দিচ্ছেনা। উপরন্তু কেউ যদি ওই মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করেন, তাহলে তিনি বড়সড় আর্থিক জালিয়াতির মুখে পড়তে পারেন। পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) ইতিমধ্যেই এই মেসেজের সত্যতা যাচাই করে সবাইকে সচেতন করে একটি টুইট পোস্ট করেছে।

https://twitter.com/PIBFactCheck/status/1670747682741288961

সুতরাং সরকার প্রদত্ত ফ্রি রিচার্জের এই মেসেজটি যে একেবারে ভুয়ো, সেই বিষয়ে আর কোনো দ্বিমতের অবকাশ নেই। তবে জানিয়ে রাখি, ঠিক এই একই মেসেজ গত মার্চেও ভাইরাল হয়েছিল। ওই সময়ও পিআইবি বিষয়টি সম্পর্কে সাবধান করে।

ভুয়ো মেসেজ থেকে দূরে থাকুন

ফোনে আগত কোনো মেসেজ আসল নাকি নকল তা চিনে নেওয়া বা যাচাই করা দরকার। এক্ষেত্রে সাবধান থাকতে মেসেজের ভাষা, স্টাইল, শব্দ এবং ব্যাকরণের দিকে নজর দিন। মেসেজের উৎসটিও সম্ভব হলে একটু ভালো করে দেখুন। এছাড়াও, কোনো মেসেজে লিঙ্ক দেওয়া থাকলে সেটিতে চট করে ক্লিক করে ফেলবেননা।

Show Full Article
Next Story