CCTV ক্যামেরা ইনস্টল না করেও ২৪ ঘণ্টাই নিজের বাড়িতে রাখা যাবে নজর, ফোনে রাখুন এই ৩টি অ্যাপ

অন্য সব কিছুকে ছাপিয়ে প্রত্যেকের জীবনেই নিজের বাড়ি এবং পরিবারের লোকজনের গুরুত্বই সবথেকে বেশি হয়। সারাদিন শত ব্যস্ততার...
techgup 17 May 2022 7:06 PM IST

অন্য সব কিছুকে ছাপিয়ে প্রত্যেকের জীবনেই নিজের বাড়ি এবং পরিবারের লোকজনের গুরুত্বই সবথেকে বেশি হয়। সারাদিন শত ব্যস্ততার মাঝেও নিজের সাধের বাড়ি এবং পরিবারের মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষই অসম্পূর্ণ! তাই বাড়ির বাইরে বেরিয়ে গেলে চোখের আড়ালে বাড়িতে কেউ কোনো উপদ্রব বা উৎপাত করছে কি না, সেই নিয়ে আমাদের অনেকের মনেই আশঙ্কা থেকে যায়। আবার, বাড়িতে পরিবার-পরিজনের পাশাপাশি ছোটো কোনো বাচ্চা থাকলে সে সারাদিন ভালো থাকছে কি না, তা জানতেও কর্মরতা মায়েদের মন আনচান করে। এছাড়া, বেশ কয়েক দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে চলে গেলে সেই সময়টায় বাড়ির ওপর নজর রাখাও একান্ত আবশ্যক হয়ে ওঠে। আর এইসব কাজের জন্য এবং বাড়ির সুরক্ষা বজায় রাখার জন্য সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার কথাই সর্বপ্রথম আমাদের সবার মাথায় আসে।

কিন্তু সমস্যাটি হল, সিসিটিভি ইন্সটল করার খরচ অনেক, আর তা সবার সামর্থ্যে কুলিয়ে ওঠে না। কিন্তু সাধ্য নেই বলে কি নিজের অনুপস্থিতিতে বাড়ি কিংবা বাড়ির লোকজনের খেয়াল রাখা যাবে না? অবশ্যই যাবে, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তি এতটাই এগিয়ে গিয়েছে যে এখন কম খরচে অনেক জটিল কাজও করে ফেলা সম্ভব। আর বর্তমানে মার্কেটে এমন কিছু অ্যাপ উপলব্ধ রয়েছে, যেগুলির সাহায্যে আপনি সিসিটিভি ক্যামেরা ইন্সটল না করেও সর্বক্ষণ নিজের বাড়ির ওপর নজর রাখতে সক্ষম হবেন। এই প্রতিবেদনে এরকমই কিছু অ্যাপের কথা আমরা আপনাদেরকে জানাতে চলেছি।

এই অ্যাপগুলির সাহায্যে চালানো যাবে নজরদারি

Travel Safe App: আপনি যদি কোথাও বাইরে বেড়াতে যান, তাহলে আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িঘর সুরক্ষিত আছে কি না, সে বিষয়ে আপনাকে জানতে সহায়তা করবে এই অ্যাপটি। তদুপরি, কোনো আপদকালীন পরিস্থিতিতে আপনার যদি কোনো এমার্জেন্সি সার্ভিসের দরকার পড়ে, তাহলেও এই অ্যাপটি আপনাকে সাহায্য করতে সক্ষম; কেননা এই অ্যাপে আপনি চিকিৎসা, পুলিশ, ফায়ার সার্ভিস সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

Manything App: এই অ্যাপের মাধ্যমে আপনি সিসিটিভি ক্যামেরা ছাড়াই অতি অনায়াসে ২৪ ঘণ্টা নিজের বাড়িতে নজর রাখতে পারবেন। এর জন্য কেবলমাত্র একটি ওয়াই-ফাই সাপোর্টেড মোবাইল ফোনের প্রয়োজন হবে। আপনার বাড়িতে কোনো বিপদের গন্ধ পেলেই এই অ্যাপটি আপনাকে অ্যালার্ট প্রেরণ করবে। আবার, নিজের অনুপস্থিতিতে বাড়ির লাইভ স্ট্রিমিং-ও আপনি এই অ্যাপের সহায়তায় দেখতে সক্ষম হবেন।

Cerberus Personal Safety App: এটি একটি রিয়েল টাইম লোকেশন অ্যাপ। সোজা ভাষায় বললে, এটির মাধ্যমে আপনি আপনার বন্ধু বা পরিবারের লোকজন কোথায় রয়েছে তা দেখতে পাবেন। ফলে ২৪ ঘণ্টা প্রিয়জনদের খবরাখবর রাখতে এই অ্যাপটি যে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে, সেকথা বলাই বাহুল্য।

Show Full Article
Next Story