৭ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে, 125W ফাস্ট চার্জার লঞ্চ করে তাক লাগালো Motorola

বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ডিভাইসের চার্জিং গতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আর তাই...
Ananya Sarkar 3 Nov 2022 12:14 PM IST

বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ডিভাইসের চার্জিং গতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আর তাই ব্র্যান্ডগুলিও দ্রুততর চার্জিং প্রযুক্তি বাজারে আনার জন্য নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে। গ্যালিয়াম নাইট্রেড (GaN) প্রযুক্তির চার্জারগুলি প্রধানত তার ছোট ফর্ম ফ্যাক্টর, বৃহৎ শক্তি ক্ষমতা এবং সর্বোত্তম তাপ নিয়ন্ত্রণের কারণে পরিচিত। সম্প্রতি লেনোভো (Lenovo) অধীনস্থ টেক ব্র্যান্ড মোটোরোলা (Motorola) একটি ১২৫ ওয়াটের Moto GaN ফ্ল্যাশ চার্জিং অ্যাডাপ্টার বাজারে উন্মোচন করেছে। চলুন এই চার্জারটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মোটো ১২৫ ওয়াট গ্যালিয়াম নাইট্রেড চার্জারের দাম ও স্পেসিফিকেশন - Moto 125W Gallium Nitride Charger Price and Specifications

চীনের বাজারে মোটো ১২৫ ওয়াট গ্যালিয়াম নাইট্রেড পোর্টেবল চার্জারটির দাম রাখা হয়েছে ২৪৯ ইউয়ান (প্রায় ২,৮২৫ টাকা)। এই চার্জারটি মোটো এক্সক্লুসিভ প্রোটোকল সাপোর্ট করে। ১২৫ ওয়াটের সর্বোচ্চ আউটপুট চার্জারটিকে মোটো এক্স৩০ প্রো হ্যান্ডসেটকে মাত্র ৭ মিনিটে ০-৫০% চার্জ করতে সক্ষম করে তুলেছে। চার্জিং অ্যাডাপ্টারটি কিউসি ৩.০ (QC 3.0) এবং পিডি ৩.০ (PD 3.0) চার্জিং প্রোটোকলের সাপোর্ট সহ এসেছে৷ এটি কিউসি ৫.০ (QC 5.0) প্রোটোকলের সাথেও কম্প্যাটিবল এবং দ্রুত চার্জিং ছাড়া এটি ২০ভি/৩এ ৬০ ওয়াট আউটপুট করতে পারে।

আবার, মোটো ১২৫ ওয়াট জিএএন চার্জারের ইন-বিল্ট অন সেমিকন্ডাক্টর কন্ট্রোল আইসি কার্যকরভাবে এর আকার হ্রাস করেছে। এর কেসিংটি ম্যাট এবং ফ্রস্টেড ফিনিস সহ আগুনের শিখা-প্রতিরোধী উপাদান থেকে তৈরি করা হয়েছে।

এছাড়াও, মোটোরোলার নতুন ফ্ল্যাশ চার্জারটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। তাই ব্যবহারকারীরা এতে ওভারচার্জ, ওভারহিটিং এবং শর্ট সার্কিটের মতো বিভিন্ন ধরনের অবস্থা থেকে সুরক্ষা পাবেন। সর্বোচ্চ চার্জিং আউটপুটে চলার সময় চার্জারটি নিরাপত্তা এবং স্থিতিশীলতা দিকটি বিবেচনা করে।

উল্লেখ্য, Moto 125W GaN চার্জারটি একটি ১-মিটার ইউএসবি-সি ডেটা কেবল সহ এসেছে, যা দ্বি-পার্শ্বযুক্ত পরিবাহী অ্যালুমিনিয়াম ফয়েল এবং টিপিই (TPE) ফ্লেম প্রতিরোধক উপাদান দিয়ে তৈরি৷ এর তারটি ৬এ (6A) পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ সাপোর্ট করে।

Show Full Article
Next Story