বিনোদনের আর এক নাম হবে Moto E40, ভারতে লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস

Motorola তাদের পরবর্তী বাজেট স্মার্টফোন Moto E40 ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করে দিল। সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে Moto E40-এর একটি টিজার শেয়ার…

Motorola তাদের পরবর্তী বাজেট স্মার্টফোন Moto E40 ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করে দিল। সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে Moto E40-এর একটি টিজার শেয়ার করেছে। “দ্য পারফেক্ট এন্টারটেইনার” ট্যাগলাইন দিয়ে সেটি পোস্ট করা হয়েছে। হ্যান্ডসেটটি কবে এ দেশে আত্মপ্রকাশ করবে, সে বিষয়ে অবশ্য মোটোরোলা খোলাখুলি কিছু বলেনি। তবে লঞ্চের দিন না জানা গেলেও, রোমানিয়ার এক ই-কমার্স সাইটে লিস্টেড হওয়ার ফলে Moto E40-এর দাম ও ফিচার প্রকাশ্যে এসেছে।

Moto E40 দাম

ই-ম্যাগ বলে এক রোমানিয়ান অনলাইন রিটেলার সাইটে মোটো ই৪০ স্পট করা হয়েছে৷ টিপস্টার রোলান্ড কোয়ান্ডিট প্রথম সেই লিস্টিংটি দেখতে পান। সেখানে মোটো ই৪০-এর প্রাইস ট্যাগ ৭৭৯ রোমানিয়ান লিউ, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩,৬০০ টাকার সমান।

এইলিস্টিং অনুসারে, Moto E40 পাওয়া যাবে দু’টি রঙের বিকল্পে – গ্রে ও পিঙ্ক।

Moto E40 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডুয়েল সিমের মোটো ই৪০ ফোনে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি+ রেজোলিউশন (৭২০x১৬০০ পিক্সেল) ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের হোল-পাঞ্চ কাটআউটে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। মোটো ই৪০ ইউনিসক টি৭০০ প্রসেসরে দ্বারা চালিত হবে। এটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে।

Moto E40 এর ব্যাক প্যানেলে থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করবে। সে ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমে চলা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার প্রথম স্মার্টফোন হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন