সস্তায় আসছে Moto E7, লঞ্চের আগে ফাঁস দাম

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Motorola এবছরে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। ইতিমধ্যেই One Vision সহ একাধিক ফোন বাজারে এনেছে কোম্পানিটি। এছাড়াও কয়েকদিন আগেই Moto G9…

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Motorola এবছরে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। ইতিমধ্যেই One Vision সহ একাধিক ফোন বাজারে এনেছে কোম্পানিটি। এছাড়াও কয়েকদিন আগেই Moto G9 Plus এর দাম ফাঁস হয়েছিল। তবে মোটো সিরিজে আরও একটি ফোনের উপর কাজ করছে কোম্পানি, যার নাম Moto E7। কয়েকদিন আগেই এই ফোনের একটি ছবি সামনে এসেছিলো। এবার কানাডিয়ান ক্যারিয়ার ফ্রিডম মোবাইল সাইটে Moto E7 ফোনটিকে দামের সাথে অন্তর্ভুক্ত করা হল।

কানাডিয়ান সাইটে মোটো ই৭ ফোনের দাম রাখা হয়েছে প্রায় ১০,৫০০ টাকা। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। এছাড়াও সাইটে ফোনের কিছু স্পেসিফিকেশন ও জানা গেছে। Moto E7 ফোনটি ৩,৫৫০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। এছাড়াও এই ফোনে থাকবে ৬.২ ইঞ্চি ডিসপ্লে।

মোটো ই৭ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসরের সাথে আসতে পারে। এর পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। ভিডিও ও সেলফির জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটি নীল রঙে আসতে পারে।

এদিকে কদিন আগে Moto G9 Plus এর দাম ও সামনে এসেছে। জনপ্রিয় টিপ্সটার সুধাংশু অম্বরে মোটো জি৯ প্লাসের দামের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। এই স্ক্রিন শটে দেখা গেছে ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসবে। এই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৭৭.১৫ ইউরো, যা প্রায় ২৩,০০০ টাকার সমান। ফোনটি ডুয়েল সিমের সাথে আসবে। যদিও স্ক্রিনশট থেকে অন্য কোনো তথ্য জানা যায়নি।