বাজারে আসছে Moto Edge 30 Fusion, Edge 30 Lite, Moto G32, Moto E12, ফাঁস হল দাম

মোটোরোলা (Motorola) বর্তমানে তাদের বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট বিভিন্ন দেশের বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।...
Ananya Sarkar 17 Jun 2022 12:45 PM IST

মোটোরোলা (Motorola) বর্তমানে তাদের বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট বিভিন্ন দেশের বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার স্টিভ হেমারস্টোফার এবং কম্পেয়ার ডায়াল (Compare Dial) জুটি বেঁধে আসন্ন Motorola Razr 3 ফোল্ডেবল ফোনটির দাম এবং রঙের বিকল্পগুলি ফাঁস করেন। আর এখন এই জুটিই Moto Edge 30 Fusion, Edge 30 Lite, Moto G32, এবং Moto E12- এর মতো আপকামিং ডিভাইসগুলিরও দাম ও কালার অপশন প্রকাশ্যে এনেছেন। চলুন একে একে এই নতুন মোটোরোলা ফোনগুলির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

Motorola Edge 30 Fusion-এর সম্ভাব্য মূল্য, স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন

কম্পেয়ার ডায়াল-এর সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, মোটোরোলা এজ ৩০ ফিউশন একক ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। এটি শুধুমাত্র ব্ল্যাক কালারে পাওয়া যাবে এবং গ্লোবাল মার্কেটে এটি ৬৭৯ ইউরো (প্রায় ৫৫,৮০০ টাকা) দামে লঞ্চ হবে।

এছাড়া, Motorola Edge 30 Fusion অঘোষিত ডাইমেনসিটি ৯০০ইউ চিপসেটের সাথে আসবে বলে অনুমান করা হচ্ছে, তবে এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি আপাতত অজানাই রয়েছে।

Motorola Edge 30 Lite-এর সম্ভাব্য মূল্য, স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন

মোটোরোলা এজ ৩০ লাইট শুধুমাত্র ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে বলে জানা গেছে। এটির দাম ৩৯৯ ইউরো (প্রায় ৩২,৮০০ টাকা) রাখা হবে এবং এটি সিলভার, ভেরি পেরি এবং মুনলেস নাইট-এর মতো একাধিক কালারে বাজারে উপলব্ধ হবে৷

প্রসঙ্গত শোনা যাচ্ছে যে, Motorola Edge 30 Lite ফোনে ৬.২৮ ইঞ্চির পোলেড ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Edge 30 Lite-এ ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,০২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

Moto G32-এর সম্ভাব্য মূল্য, স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন

মোটো জি৩২ হ্যান্ডসেটটি ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। এটির মূল্য হবে ২২৯ ইউরো (প্রায় ১৮,৮৫০ টাকা) এবং এটি সিলভার এবং গ্রে এই দুই কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে।

Moto G32 ৬.৫ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G32 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

Moto E12-এর সম্ভাব্য মূল্য, স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন

মোটোরোলা মোটো ই১২ একটি এন্ট্রি-লেভেল মডেল হবে যা ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ অফার করবে। এটি ১৩৯ ইউরো ( প্রায় ১১,৫০০ টাকা) মূল্যে বাজারে লঞ্চ করা হবে এবং হ্যান্ডসেটটি ডার্ক এবং হোয়াইট-এই দুই কালার অপশনে পাওয়া যাবে। মোটো ই১২-এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

Show Full Article
Next Story