Moto G Stylus 2022 ট্রিপল ক্যামেরা ও স্টাইলাস পেন সাপোর্ট-সহ আসছে, প্রকাশ হল 5K রেন্ডার

স্টাইলাস পেন সাপোর্ট করে এমন ফোন আজও কেনার আগ্রহ দেখান অনেকেই। আর বাজেটের মধ্যে এমন ধরনের ফোন দীর্ঘ দিন ধরেই বানিয়ে আসছে মোটোরোলা (Motorola)। সংস্থাটি…

স্টাইলাস পেন সাপোর্ট করে এমন ফোন আজও কেনার আগ্রহ দেখান অনেকেই। আর বাজেটের মধ্যে এমন ধরনের ফোন দীর্ঘ দিন ধরেই বানিয়ে আসছে মোটোরোলা (Motorola)। সংস্থাটি গত জুনে স্টাইলাস পেন ও Snapdragon 480 প্রসেসর-সহ Moto G Stylus 5G আমেরিকা যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছিল। আবার এ বছরের শেষলগ্নে এসে Moto G Stylus 5G এর আপগ্রেড ভার্সন বা সংস্থার নতুন স্টাইলাস ফোন, Moto G Stylus 2022 নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত মাসে ডিভাইসটির ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের রেন্ডার ফাঁস হয়েছিল। এখন Moto G Stylus 2022 এর আরও একটি কালার অপশনের 5K রেন্ডার প্রকাশ্যে এসেছে।

সেই রেন্ডারগুলি (সোর্স – Prepp) থেকে জানা গিয়েছে যে, Moto G Stylus 2022 একটি ফ্ল্যাট-স্ক্রিন ডিসপ্লের সঙ্গে আসবে। এ বছরের মোটো জি স্টাইলাসের ডিসপ্লের বাম দিকে পাঞ্চ-হোল ছিল। তবে এর আপগ্রেড ভার্সনের মাঝখানে সেল্ফি ক্যামেরার জন্য কাটআউট থাকছে। Moto G Stylus 2022 এর পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ভূমিকা পালন করবে৷ স্মার্টফোনটিতে ওলেড স্ক্রিন নাও থাকতে পারে। তার জায়গায় এলসিডি প্যানেল দেওয়া হতে পারে।

মোটো জি স্টাইলাস ২০২২-এর ব্যাক প্যানেলে উল্লম্ব অর্থাৎ লম্বালম্বি বা ‘ভার্টিক্যাল’ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। রিপোর্ট বলছে যে প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের হতে পারে। এছাড়া মোটো জি স্টাইলাস ২০২২-এর বাকি সেন্সরগুলির মধ্যে একটি আল্ট্রা-ওয়াইড এবং একটি ম্যাক্রো সেন্সর হবে বলে আশা করা যায়।

আগের রিপোর্ট অনুযায়ী, মোটো জি স্টাইলাস ২০২২-এর ডিসপ্লের দৈর্ঘ্য হতে পারে ৬.৮১ ইঞ্চি। এতে স্ন্যাপড্রাগন ৪৮০+ ৫জি চিপসেট দেওয়া হবে। এছাড়া থাকতে পারে ৪,৫০০ বা ৫,০০০ এমএএইচ ব্যাটারি। মোটো জি স্টাইলাস ২০২২-এ লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২  প্রি-ইনস্টলড করা থাকবে বলে মনে করা হচ্ছে।