Moto G Stylus 5G ট্রেন্ডিং পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড ক্যামেরা সেটআপ সহ আসছে, ফাঁস হল রেন্ডার

Motorola চলতি বছরের শুরুতে Moto G Stylus (2021) সহ একঝাঁক স্মার্টফোন লঞ্চ করেছিল। তবে Motorola স্টাইলাস পেনের সাথে আরও একটি মডেল বাজারে আনবে বলে সম্প্রতি…

Motorola চলতি বছরের শুরুতে Moto G Stylus (2021) সহ একঝাঁক স্মার্টফোন লঞ্চ করেছিল। তবে Motorola স্টাইলাস পেনের সাথে আরও একটি মডেল বাজারে আনবে বলে সম্প্রতি শোনা যাচ্ছিল। Moto G Stylus 5G নামের এই আপকামিং ডিভাইসটির প্রেস রেন্ডার এবার অনলাইনে ছড়িয়ে পড়ল।

রেন্ডারটি TechnikNews-এর Nils Ahrensmier পোস্ট করেছেন এবং এটি সমস্ত কোণ থেকে ফোনটি দেখায়। ছবিতে দেখা গেছে, Moto G Stylus 5G-এর বামদিকে পাঞ্চ-হোল কাটআউট থাকবে। আবার ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা সেন্সর। Motorola-র ব্যাটউইং লোগো ব্যাক প্যানেলের মাঝখানে অবস্থান করছে এবং এর তলায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কথা নিশ্চিতভাবে বলা যায়।

প্রসঙ্গত, সূত্র জানিয়েছে, FCC (Federal Communications Commission) -এর ওয়েবসাইটে স্পট করা “denver” কোডনামের Motorola ডিভাইসটি Moto G Stylus 5G নামে আসতে পারে। ফোনটি Snapdragon 480 প্রসেসরে চলতে পারে। এটি Qualcomm-এর এন্ট্রি লেভেল 5G প্রসেসর এবং Nokia X10, Nokia X20 সহ বেশ কয়েকটি ডিভাইসে এটি ব্যবহার হয়েছে।

এছাড়াও, টিপস্টারদের দাবি ছিল, Motorola Denver 6.8 ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে, এবং 48 মেগাপিক্সেল +8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। ফোনটি 4 জিবি / 6 জিবি / 8 জিবি র‌্যাম ও 64 জিবি / 128 জিবি/ 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে।

Moto G Stylus 5G আমেরিকান মার্কেটে এক্সক্লুসিভ ভাবে লঞ্চ হবে। তবে ভিন্ন ব্র্যান্ডিং সহ Motorola এটি ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন