আজ ভারতে আসছে Moto G10 Power ও Moto G30, দামে থাকছে বিরাট চমক

আজ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G10 Power ও Moto G30। Motorola গতমাসে এই সিরিজ কে ইউরোপে লঞ্চ করেছিল। যদিও ভারতে মোটো জি১০ পাওয়ার, ইউরোপের…

আজ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G10 Power ও Moto G30। Motorola গতমাসে এই সিরিজ কে ইউরোপে লঞ্চ করেছিল। যদিও ভারতে মোটো জি১০ পাওয়ার, ইউরোপের মোটো জি১০ থেকে কিছুটা আলাদা স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে। তবে মোটো জি৩০ একই স্পেসিফিকেশন সহ আসবে। Moto G10 Power ফোনের বিশেষত্বের কথা বললে এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা থাকবে। আবার Moto G30 ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা।

ভারতে কখন লঞ্চ হবে Moto G10 Power ও Moto G30

Motorola India-র ওয়েবসাইট অনুযায়ী, আজ দুপুর ১২ টায় মোটো জি১০ পাওয়ার এবং মোটো জি৩০ ফোন দুটি লঞ্চ হবে। কোম্পানির অফিসিয়াল ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে দুটি ফোনের লঞ্চ সম্পর্কিত যাবতিয় আপডেট পাওয়া যাবে।

Moto G10 Power ও Moto G30 এর দাম (সম্ভাব্য)

মোটোরোলা-র তরফে এখনও আসন্ন দুটি ফোনের দাম সম্পর্কে কোনো বাক্য খরচ করতে শোনা যায়নি। তবে আমাদের অনুমান ভারতে মোটো জি১০ পাওয়ার ১১,০০০ টাকায় এবং মোটো জি৩০ ১৪,০০০ টাকায় লঞ্চ হবে।

Moto G10 Power Moto G30 এর স্পেসিফিকেশন

কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, মোটো জি১০ পাওয়ার ফোনে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। শুধু তাই নয়, ফোনটি আপনাকে আসল অ্যান্ড্রয়েড ১১ এর স্বাদ দেবে। কারণ ফোনটি স্টক অ্যান্ড্রয়েড ১১ সহ আসবে। এছাড়াও অ্যাডভান্স সিকিউরিটির থাকবে ThinkShield ফিচার।

অন্যদিকে মোটো জি৩০ ফোনটি ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এছাড়াও এতে থাকবে ৬.৫ ইঞ্চি ম্যাক্স ভিশন ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এই ফোনটিও অ্যান্ড্রয়েড ১১ ও থিঙ্কশিল্ড সিকিউরিটি সহ লঞ্চ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন