Moto G22: ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ আসছে Motorola-র নতুন ফোন

মোটোরোলা বাজারে তাদের আপকামিং Motorola Moto G22 স্মার্টফোনটি লঞ্চ করা জন্য প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে এই ফোনটি...
Ananya Sarkar 2 March 2022 2:30 PM IST

মোটোরোলা বাজারে তাদের আপকামিং Motorola Moto G22 স্মার্টফোনটি লঞ্চ করা জন্য প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে এই ফোনটি একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে এবং এটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও তালিকাভুক্ত হয়েছে। সম্প্রতি Motorola Moto G22-এর চারটি কালার ভ্যারিয়েন্টের ছবিও প্রকাশ্যে এসেছে। আর এখন একটি নতুন রিপোর্টে এই মোটো ফোনের হাই রেজোলিউশন রেন্ডারগুলির পাশাপাশি আপকামিং ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

মোটোরোলা মোটো জি২২- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Moto G22 Expected Specifications)

উইনফিউচার (Winfuture.de)- এর রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা মোটো জি২২ ফোনে দেওয়া হবে ৬.৫৩ ইঞ্চি OLED ডিসপ্লে, যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই রিপোর্টে মোটো জি২২-এর অফিসিয়াল ইমেজও প্রকাশ করা হয়েছে, যাতে দেখা গেছে এই ডিভাইসের ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল অবস্থান করছে এবং এই ফোনের তিন ধারে সরু বেজেল থাকলেও নিচের অংশের বেজেলটি অপেক্ষাকৃত পুরু।

ফটোগ্রাফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে, যা ফুলএইচডি রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা ইউনিটে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। এরসাথে ব্যাক প্যানেলে মোটোরোলার বিখ্যাত ব্যাটউইং লোগোটিও দেখতে পাওয়া যাবে।

Motorola Moto G22-এ মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এই ডিভাইসে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। তবে স্টোরেজ সম্প্রসারণের জন্য এই হ্যান্ডসেটে একটি মাইক্রো এসডি কার্ড স্লটও উপস্থিত থাকবে। আশা করা হচ্ছে এই মোটোরোলা ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হবে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G22 ফোনটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এই স্মার্টফোনে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। এই হ্যান্ডসেটটি গত বছর লঞ্চ হওয়া Moto G20 হ্যান্ডসেটের উত্তরসূরি হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। Motorola Moto G22- এর দাম এবং উপলব্ধতা সম্পর্কে এখনও অবধি কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সম্ভবত, এই মাসের কোনো এক সময়ে এটি লঞ্চ করা হবে। কিছু মার্কেটে এই ডিভাইসের রিব্র্যান্ডেড ভার্সনটি Lenovo K15+ নামে লঞ্চ হবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story
Share it