Moto G32 ভারতে আসছে 9 আগস্ট, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে ও Snapdragon 680 প্রসেসর

লেনোভো (Lenovo)-অধীনস্থ বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) গত সপ্তাহে ইউরোপের মার্কেটে লঞ্চ করে তাদের নয়া বাজেট রেঞ্জ ৪জি হ্যান্ডসেট, Moto G32। এই ফোনটি এইচডি+ ডিসপ্লে,…

লেনোভো (Lenovo)-অধীনস্থ বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) গত সপ্তাহে ইউরোপের মার্কেটে লঞ্চ করে তাদের নয়া বাজেট রেঞ্জ ৪জি হ্যান্ডসেট, Moto G32। এই ফোনটি এইচডি+ ডিসপ্লে, Qualcomm Snapdragon 680 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো স্পেসিফিকেশনের সাথে গ্লোবাল মার্কেটে পা রেখেছে। আর এখন, ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়ায় Moto G32-এর একটি টিজার প্রকাশ করে, ভারতীয় বাজারে এই ডিভাইসের আগমনের তারিখটি নিশ্চিত করেছে। চলুন এই বাজেট রেঞ্জের মোটোরোলা ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

Moto G32 আগামী সপ্তাহেই আসছে ভারতের বাজারে

মোটোরোলা ইন্ডিয়া তাদের একটি সাম্প্রতিক টুইটে আসন্ন মোটো জি৩২ ফোনটির একটি টিজার ভিডিও শেয়ার করেছে এবং এর পাশাপাশি তারা নিশ্চিত করেছে যে, ডিভাইসটি আগামী ৯ আগস্ট ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এটি জনপ্রিয় ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) এবং লিডিং রিটেইল স্টোরগুলির মাধ্যমে বিক্রি করা হবে। প্রসঙ্গত, ফ্লিপকার্টের সাইটে মোটো জি৩২-এর মাইক্রোসাইটটি ইতিমধ্যেই লাইভ হয়ে গেছে, যা এর সমস্ত প্রধান স্পেসিফিকেশন এবং ফিচারগুলি প্রকাশ করেছে৷

মোটো জি৩২ স্পেসিফিকেশন এবং ফিচার (Moto G32 Specification and Features)

ভারতে মোটো জি৩২ ৬.৫ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে আত্মপ্রকাশ করবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। স্মার্টফোনটির দুই পাশে সরু বেজেল, নিম্নাংশে অপেক্ষাকৃত পুরু চিবুক এবং ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। আবার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মোটো জি৩২-এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। মোটোরোলা প্রতিশ্রুতি দিয়েছে যে, এই আসন্ন হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপগ্রেড পাবে। এছাড়া, নিরপত্তার জন্য, মোটো জি৩২-এ একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ক্যামেরা সিস্টেমের ক্ষেত্রে, Moto G32-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৮ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, হ্যান্ডসেটটির সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G32 ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। এছাড়া, ডিভাইসটিতে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে। সবশেষে Moto G32-এর পরিমাপ হবে ১৬১.৮ x ৭৩.৮ x ৮.৫ মিলিমিটার এবং ওজন হবে ১৮৪ গ্রাম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন