ফিচারে ঠাসা Moto G42 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার আগেভাগে দেখে নিন

চলতি মাসের শুরুতেই মোটোরোলা (Motorola) তাদের জনপ্রিয় G সিরিজের অধীনে Moto G42 হ্যান্ডসেটটি ব্রাজিল এবং ইউরোপের মার্কেটে...
Julai Modal 4 July 2022 9:47 AM IST

চলতি মাসের শুরুতেই মোটোরোলা (Motorola) তাদের জনপ্রিয় G সিরিজের অধীনে Moto G42 হ্যান্ডসেটটি ব্রাজিল এবং ইউরোপের মার্কেটে লঞ্চ করেছে। ফোনটি অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 680 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে বাজারে পা রেখেছে। আজ ডিভাইসটি ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart আসন্ন Moto G42 ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করছে। সেখানে ফোনটির বেশকিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন উল্লেখ আছে।

Moto G42 আজ ভারতে লঞ্চ হচ্ছে

আজ দুপুর ১২টায় মোটো জি৪২ ফোনটি ভারতে লঞ্চ হবে। তবে এর জন্য কোনো ইভেন্টের আয়োজন করা হয়নি। আগ্রহী ক্রেতারা Flipkart থেকে ফোনটি কিনতে পারবেন।

মোটো জি৪২ ভারতে সম্ভাব্য দাম (Moto G42 expected price in India)

এখনও পর্যন্ত ভারতে মোটো জি৪২-এর দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে, এই হ্যান্ডসেটটির দাম ১৫,০০০ টাকার মধ্যেই রাখা হবে। আগ্রহী ক্রেতারা ডিভাইসটিকে রোজ এবং গ্রীন-এই দুই কালার অপশনে বেছে নিতে পারবেন।

মোটো জি৪২-এর স্পেসিফিকেশন (Moto G42 Specification)

মোটোরোলা মোটো জি৪২-এ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত। মোটো জি৪২-এ সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যাবে। এই মোটোরোলা ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউএক্স (MyUX) কাস্টম স্কিনে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Moto G42-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, ১৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G42-এ দেওয়া হয়েছে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

Show Full Article
Next Story