Moto G51 5G: Motorola-র সবচেয়ে সস্তা 5G ফোন আজ ভারতে লঞ্চ হচ্ছে

গত মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Moto G51 5G। আজ Motorola এই 5G ফোনকে ভারতে আনছে। দুপুর ১২টায় ফোনটি ভারতে পা রাখবে। Moto G51 5G…

গত মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Moto G51 5G। আজ Motorola এই 5G ফোনকে ভারতে আনছে। দুপুর ১২টায় ফোনটি ভারতে পা রাখবে। Moto G51 5G ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে। এটি হবে ভারতে লঞ্চ করা Motorola-র সবচেয়ে সস্তা 5G ফোন। এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানি এই ফোনে ২ বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।

Moto G51 5G ভারতে সম্ভাব্য দাম

ভারতে মোটো জি৫১ ৫জি ফোনের দাম ২০,০০০ টাকার কম রাখা হবে বলে জানা গেছে। চীনে এই ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি মেমরি ভ্যারিয়েন্টের মূল্য ১,৪৯৯ ইউয়ান, যা প্রায় ১৭,৪৩৯ টাকা। ফোনটি অ্যাকুয়া ব্লু, ব্রাইট সিলভার ও ইন্ডিগো ব্লু কালারে পাওয়া যাবে।

Moto G51 5G স্পেসিফিকেশন, ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে, মোটো জি৫১ ৫জি ফোনে পাওয়া যাবে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। ফোনটি ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ আসবে।

ফটোগ্রাফির জন্য Moto G51 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যার সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।