৪ হাজার টাকা দাম কমলো Moto G71 5G ফোনের, এত কমে এই প্রথম

Moto G71 5G চলতি বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটি ২০ হাজার টাকার রেঞ্জে এদেশে এসেছিল। তবে এখন এই মোটোরোলার ফোনটি ৪ হাজার টাকা সস্তায়…

Moto G71 5G চলতি বছরের জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটি ২০ হাজার টাকার রেঞ্জে এদেশে এসেছিল। তবে এখন এই মোটোরোলার ফোনটি ৪ হাজার টাকা সস্তায় কেনা যাবে। সংস্থাটি আজ এই ফোনের দাম কমানোর কথা ঘোষণা করেছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে নতুন দামে ফোনটি পকেটস্থ করা যাবে। ফিচারের কথা বললে Moto G71 5G ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে।

Moto G71 5G ফোনের নতুন দাম

ভারতে মোটো জি৭১ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। তবে এখন ফোনটির দাম ৪,০০০ টাকা কমানো হয়েছে। তাই ফ্লিপকার্ট থেকে ফোনটি ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া SBI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা আরও ১ হাজার টাকা ছাড় পাবেন।

Moto G71 5G ফোনের স্পেসিফিকেশন

মোটো জি৭১ ৫জি ফোনের সামনে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) ম্যাক্স ভিশন পাঞ্চ-হোল ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।

Moto G71 5G ফোনে পারফরম্যান্সের জন্য অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কাস্টমাইজেবল বাটন ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের জন্য আইপি৫২ রেটিং উপস্থিত।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন