Moto G82 5G: একের পর এক চমক Motorola-র, ৯ জুন ভারতে আসছে নয়া স্মার্টফোন
চলতি মাসের শুরুতে ইউরোপের মার্কেটে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা লঞ্চ করে তাদের Moto G82 5G হ্যান্ডসেটটি। এখন...চলতি মাসের শুরুতে ইউরোপের মার্কেটে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা লঞ্চ করে তাদের Moto G82 5G হ্যান্ডসেটটি। এখন আবার এক পরিচিত টিপস্টার দাবি করেছেন, গ্লোবাল মার্কেটের পর এই মোটোরোলা ফোনটি আগামী মাসেই ভারতের বাজারে
আত্মপ্রকাশ করবে। জানা গেছে, আগামী ৯ জুন এদেশে Moto G82 5G-এর লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এই ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 695 5G চিপসেট সহ ইউরোপের মার্কেটে এসেছে। আবার এতে ৬ জিবি র্যাম, ডলবি অ্যাটমস-এর সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
Moto G82 5G ভারতের বাজারে আসছে আগামী মাসেই
টিপস্টার যোগেশ ব্রার তার একটি সাম্প্রতিক টুইটে দাবি করেছেন, মোটো জি৮২ ৫জি ফোনটি আগামী ৯ জুন ভারতের বাজারে উন্মোচিত হবে এবং লঞ্চের পর এটি গত মার্চে লঞ্চ হওয়া পোকো এক্স৪ প্রো-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। উভয় স্মার্টফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারির ক্ষেত্রে একই ধরনের স্পেসিফিকেশন পরিলক্ষিত হয়। মোটোরোলা ফোনটি ইউরোপের বাজারে উপলব্ধ রয়েছে এবং মনে করা হচ্ছে এর ভারতীয় ভ্যারিয়েন্টটি স্পেসিফিকেশনের দিক থেকে ইউরোপীয় সংস্করণের অনুরূপ হবে।
মোটো জি৮২ ৫জি-এর স্পেসিফিকেশন (Moto G82 5G Specifications)
চলতি মাসে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করা মোটো জি৮২ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, Motorola Moto G82 5G- এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৮ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G82 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া, স্মার্টফোনটি ধুলো এবং জল-প্রতিরোধের জন্য IP52 রেটিংযুক্ত। এতে ডুয়েল মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার বর্তমান। নিরাপত্তার জন্য, Moto G82 5G-তে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।