আসছে Moto G9 Plus, লঞ্চের আগেই ফাঁস হল দাম

বিশ্বব্যাপী Motorola-র Moto G8 সিরিজের জনপ্রিয়তার কথা নতুন করে বলতে হবেনা। কিছুদিন আগে ভারতে লঞ্চ হওয়া Moto G8 Power Lite এও অল্পদিনে অনেক সুনাম কুড়িয়েছে।…

বিশ্বব্যাপী Motorola-র Moto G8 সিরিজের জনপ্রিয়তার কথা নতুন করে বলতে হবেনা। কিছুদিন আগে ভারতে লঞ্চ হওয়া Moto G8 Power Lite এও অল্পদিনে অনেক সুনাম কুড়িয়েছে। এবার কোম্পানি পরবর্তী সিরিজ, অর্থাৎ Moto G9 এর উপর কাজ শুরু করেছে বলে খবর। সম্প্রতি একটি অনলাইন স্টোরে Moto G9 Plus ফোনটিকে দেখা গেছে। শুধু তাই নয়, ফোনের দাম ও জানানো হয়েছে সাইটে।

ছবি -সুধাংশু অম্বরে

জনপ্রিয় টিপ্সটার সুধাংশু অম্বরে মোটো জি৯ প্লাসের দামের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। এই স্ক্রিন শটে দেখা গেছে ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসবে। এই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৭৭.১৫ ইউরো, যা প্রায় ২৩,০০০ টাকার সমান। ফোনটি ডুয়েল সিমের সাথে আসবে। যদিও স্ক্রিনশট থেকে অন্য কোনো তথ্য জানা যায়নি।

কিছুদিন আগে ভারতে আসা Moto G8 Power Lite সম্পর্কে কথা বললে, ভারতে এই ফোনটির দাম ৯,৪৯৯ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। মোটো এর এই ফোনে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ম্যাক্স ভিশন ডিসপ্লে আছে। এইচডি প্লাস এই ডিসপ্লের রেজুলেশন ৭২০ x ১৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। মোটো জি ৮ পাওয়ার লাইটে পাবেন ২.৩ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

পাওয়ারের জন্য এই ফোনে পাবেন ১০ ওয়াট চাজিং সাপোর্ট যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে আছে তিনটি ক্যামেরা। যার প্রধান ক্যামেরা এফ/২.০ অ্যাপারচার যুক্ত পিডিএফ ১৬ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এখানে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। সামনে ও পিছনের ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিং করা যাবে।