Motor Vehicle Act: শিশুদের নিয়ে বাইক চালানোর ক্ষেত্রে আসতে চলেছে নয়া বিধি, কড়া বার্তা কেন্দ্রের

রাস্তায় বেরোলে শিশু নিয়ে বেপরোয়া বাইক চালানোর দৃশ্য হামেশাই আমাদের চোখে পড়ে। কখনো তো আবার তিন বা চারটি শিশুকে একটি বাইকে চাপিয়ে হেলমেট ছাড়া নিয়ে…

রাস্তায় বেরোলে শিশু নিয়ে বেপরোয়া বাইক চালানোর দৃশ্য হামেশাই আমাদের চোখে পড়ে। কখনো তো আবার তিন বা চারটি শিশুকে একটি বাইকে চাপিয়ে হেলমেট ছাড়া নিয়ে যাওয়ার মত আক্কেলহীন কান্ড ঘটিয়ে বসেন অভিভাবকরা। তবে এবার শিশুদের নিয়ে বাইক চলানোর ক্ষেত্রে আরো কঠোর বিধি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। না মানলেই হতে পারে মোটা অঙ্কের জরিমানা। কী সেই বিধি? কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে একটি প্রস্তাবে বলা হয়েছে, এবার থেকে চার বছর বা তার কম বয়সের বাচ্চা নিয়ে বাইক চালাতে গেলে, গতিবেগ ৪০ কিমি প্রতি ঘন্টার কম রাখতে হবে।

এমনকি ৯ মাস থেকে চার বছর পর্যন্ত বয়সের শিশুকে বাইকে চাপালে পড়তে হবে ক্র্যাশ হেলমেট। সাথে ব্যবহার করতে হতে পারে কাঁধ ও কোমরের সাথে আটকানো বেল্ট। যদিও এই নিয়ম এখনো বলবৎ হয়নি। তবে আগামী দিনে এই খসড়া প্রস্তাবটি নিশ্চিত হয়ে গেলে নিয়মগুলি মানতে হবে সকলকেই। সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি টুইট করে বিষয়টি সর্বসমক্ষে এনেছেন। সেখানেই তিনি আগামী দিনে আসন্ন এই সকল নিয়মগুলির কথা উল্লেখ করেছেন।

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের তরফে বেল্ট ব্যবহারের বিষয়ে জানানো হয়েছে, এটি শিশুদের দেহের উপরের অংশ চালকের শরীরের সাথে আটকে রাখবে। কোমরের পিছনের সাথে স্ট্র্যাপগুলি কাঁধের উপর দিয়ে অতিক্রান্ত হয়ে আটকানো থাকবে। ফলে হঠাৎ কোনো ঝাঁকুনি বা টার্নিং পয়েন্টে শিশুদের পড়ে যাওয়ার ভয় থাকবে না।

শিশুদের ক্র্যাশ হেলমেটের বিষয়ে বলা হয়েছে এগুলি এএসটিএম ১৪৪৭ (ASTM 1447) অথবা ইউরোপিয়ান (CEN) BS EN 1080 অথবা BS EN 1078 স্ট্যান্ডার্ড মেনে তৈরি হতে হবে। এমনকি শিশুদের হেলমেট সম্পর্কিত আইনের ধারায় বিআইএস অ্যাক্ট ২০১৬ (BIS Act 2016)-এ এই স্ট্যান্ডার্ডের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয়েছে। তবে এগুলি সবই এখনো প্রস্তাবের পর্যায়েই রয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন