Two-Wheeler Sales: করোনার ধাক্কা কাটিয়ে চাঙ্গা গাড়ি বাজার, দেশে মোটরসাইকেল ও স্কুটার বিক্রি কোন জায়গায় দাঁড়িয়ে
বিশ্ব মানচিত্রে সর্ববৃহৎ দুই চাকার বাজার হলো আমাদের এই দেশ, ভারতবর্ষ। যদিও বিগত দুই বছর অতিমারির ছোবলে খানিকটা বিধ্বস্ত...বিশ্ব মানচিত্রে সর্ববৃহৎ দুই চাকার বাজার হলো আমাদের এই দেশ, ভারতবর্ষ। যদিও বিগত দুই বছর অতিমারির ছোবলে খানিকটা বিধ্বস্ত হয়েছে এদেশের জনপ্রিয় টু-হুইলার মার্কেট। তবে গত মাসে ফেলে আসা দেশব্যাপী উৎসবমুখর দিনগুলির কাঁধে ভর করে পুনরায় ব্যবসায় হাসির মুখ দেখেছে দুই চাকা নির্মাতারা। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরে বিক্রি বেড়েছে অনেক সংস্থার। এবার এক নজরে দেখে নেওয়া যাক দেশের প্রথম সারির বাইক নির্মাতাদের ২০২২-এর অক্টোবরের সামগ্রিক বিক্রির পরিসংখ্যান।
Hero MotoCorp
চলতি বছরের অক্টোবরে মোট ৪,৫৪,৫৮২ ইউনিট দুই চাকার মডেল বিক্রি করতে পেরেছে দেশের নাম্বার ওয়ান বাইক নির্মাতা। যদিও গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরে বিক্রি কমেছে ১৭%। তবে দেশীয় বাজারে গত মাসে মোট ৪,৪২,৮২৫ ইউনিট টু-হুইলার বেচতে পেরেছে হিরো মটোকর্প। বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে তাদের ১১,৭৫৭টি মডেল। দুর্ভাগ্যের বিষয় হলো চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সংস্থার বিক্রিবাট্টায় মন্দা এসেছে ১২.৫%। সেপ্টেম্বরে সংস্থার মোট গ্রাহক সংখ্যা ছিল ৫,১৯,৯৮০ জন।
Honda
চলতি বছরের অক্টোবরে ৪,৪৯,৩৯১ জন গ্রাহকের বাড়িতে পৌঁছে গিয়েছে হোন্ডা মোটরের বাইকের চাবি। বিগত বছরের অক্টোবরের তুলনায় যা ৩.৯ শতাংশ বেশি। এর মধ্যে শুধুমাত্র ভারতীয় গণ্ডিতে বিক্রি হয়েছে ৪,২৫,৯৬৯ টি দুই চাকার গাড়ি। ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে ২৩,৪২২টি মডেল। হিরো মটোকর্পের মত হোন্ডার ক্ষেত্রেও সেপ্টেম্বরের তুলনায় বিক্রি কমেছে ১৩.৩%। গত সেপ্টেম্বরে সংস্থার বিক্রি হওয়া মোট বাইক ও স্কুটার এর সংখ্যা ছিল ৫,১৮,৫৫৯ টি।
Bajaj Auto
দেশের অন্যতম জনপ্রিয় মোটর বাইক নির্মাতা বাজাজ অটো গত মাসে মোট ৩,৪১,৯০৩ জনের হাতে তুলে দিতে পেরেছে তাদের বাইকের চাবি, গত বছরের অক্টোবরের তুলনায় যা ১৩% কম। এর মধ্যে শুধুমাত্র দেশীয় বাজারে ২,০৬,১৩১ ইউনিট বাইক বেচতে পেরেছে বাজাজ। তবে আন্তর্জাতিক বাজারে ডেলিভারির ক্ষেত্রে প্রভূত উন্নতির সাক্ষী থেকেছে ভারতীয় এই সংস্থা। ২০২২ এর অক্টোবরে ১,৩৫,৭২২ ইউনিট বাইক পাড়ি দিয়েছে বিদেশের মাটিতে। অন্যদিকে গত সেপ্টেম্বরে বাজাজের বিক্রি হওয়া মোট বাইকের সংখ্যা ৩,৪৮,৩৫৫ ইউনিট। অর্থাৎ এক্ষেত্রে সংস্থার বিক্রি বার্তায় ধস নেমেছে ১.৮%।
TVS Motor Company
২০২১ সালে অক্টোবরে টিভিএস মোটরের বিক্রি হওয়া মোট টু-হুইলারের সংখ্যা ৩,৪১,৫১৩ টি হলেও চলতি বছরের অক্টোবরে তা বেড়ে হয়েছে ৩,৪৪,৬৩০ ইউনিট। অর্থাৎ তামিলনাড়ুর এই সংস্থার বিক্রি বেড়েছে ০.৯%। যদিও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিক্রি কমেছে ৪.৭%। চলতি বছরের সেপ্টেম্বরে মোট ৩,৬১,৭২৯ জন গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছিল টিভিএসের বাইকের চাবি।
Royal Enfield
গত মাসে ৮২,২৩৫ টি বাইক বেচতে পেরেছে চেন্নাই কেন্দ্রিক রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড। গত বছরের অক্টোবরের তুলনায় সংস্থার বিক্রি বেড়েছে ৮৬%, যা এক কথায় অবিস্মরণীয়। এর মধ্যে শুধুমাত্র দেশীয় বাজারে মোট ৪৪,১৩৩ টি বাইক বেচতে পেরেছে রয়্যাল এনফিল্ড। এমনকি সেপ্টেম্বরে থেকেও অক্টোবরে সামান্য পরিমাণে বেড়েছে সংস্থার বিক্রিবাট্টা। বিগত সেপ্টেম্বরে মোট ৮২,০৯৭ ইউনিট টু-হুইলার বিক্রি করতে পেরেছিল রয়্যাল এনফিল্ড।
Suzuki
গত মাসে বিক্রির নিরিখে এদেশের মাটিতে রেকর্ড সৃষ্টি করেছে জাপানের এই টু-হুইলার নির্মাতা। মোট ৮৭,৮৫৯ জনের কাছে পৌঁছে গিয়েছে সুজুকির বাইক ও স্কুটারের চাবি, যা এখনো পর্যন্ত সংস্থার সর্বোচ্চ বিক্রির পরিসংখ্যান। গত বছরের অক্টোবরের এই সংখ্যাটি ছিল ৬৯,১৮৬ ইউনিট। অর্থাৎ এই দুই বছরের অক্টোবরের মাসের নিরিখে সংস্থার বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। উপরন্তু সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরেও ১.২% হারে বিক্রি বাড়িয়েছে সুজুকি, এক কথায় যা অনবদ্য।