চমকের জন্য প্রস্তুত থাকুন, আসছে Motorola Edge 20 Lite, Moto M60S ও Moto G50 5G

সাম্প্রতিক সময়ে Berlin, Berlin NA, Kyoto, এবং Pstar (Sierra) কোডনামের Motorola-র চারটি আপকামিং হ্যান্ডসেট চর্চায় উঠে এসেছে। রিপোর্ট বলছে, এগুলি Motorola Edge সিরিজের নেক্সট জেনারেশন…

সাম্প্রতিক সময়ে Berlin, Berlin NA, Kyoto, এবং Pstar (Sierra) কোডনামের Motorola-র চারটি আপকামিং হ্যান্ডসেট চর্চায় উঠে এসেছে। রিপোর্ট বলছে, এগুলি Motorola Edge সিরিজের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সিরিজের অর্ন্তগত। কিন্তু চারটি ডিভাইসের মধ্যে কোনটি নির্দিষ্টভাবে কী নামে আসতে পারে, তা এতদিন অজানা ছিল না। জনপ্রিয় টিপস্টার ইভান ব্ল্যাস (Evan Blass) এবার সেই কৌতুহলের কিছুটা অবসান করলেন।

Motorola Edge 20 Lite নামে আসছে Motorola Kyoto

মোটোরোলা কিয়োটো কোডনামের ডিভাইসটি এস সিরিজের সবচেয়ে সস্তা ফোন হিসেবে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ইভান ব্ল্যাস এবার ফোনটির মার্কেটিং নাম লিক করলেন।

মোটোরোলা এজ ২০ লাইট নামেই কিয়োটো কোডনামের স্মার্টফোনটি আত্মপ্রকাশ করবে বলেই ব্ল্যাস দাবি করছেন। Technkinews এর আগের রিপোর্ট অনুসারে ফোনটি ১০৮ মেগাপিক্সেল (S5KHM2) ক্যামেরা সহ আসবে। প্রাইমারি সেন্সরের সঙ্গে থাকবে স্যামসাংয়ের ৮ মেগাপিক্সেল ক্যামেরা (S5K4H7), যা ম্যাক্রো ক্যামেরা ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার দ্বৈত ভূমিকা পালন করবে। স্মার্টফোনের তৃতীয় ক্যামেরা হিসেবে থাকবে ২ মেগাপিক্সেল OmniVision (OVO2B1B) ডেপ্থ সেন্সর।

Motorola Edge 20 এবং Edge 20+ নামে Berlin ও Pstar আসতে পারে

মোটোরোলা এজ ২০ নামে মোটোরোলা বার্লিন কোডনামের ডিভাইসটি লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

অনলাইন রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা এজ ২০ বা বার্লিন স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা পরিচালিত হবে। সাথে থাকবে ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প৷ ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল Samsung S4KHM2 প্রাইমারি ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল OmniVision OV16A10 আল্ট্রা ওয়াইড/ ম্যাক্রো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল OmniVision OV08A10 টেলিফটো লেন্স থাকতে পারে।

অপরদিকে মোটোরোলা এজ ২০+ বা পিস্টার ব্ল্যাক, ব্লু, ও হোয়াইট কালার অপশনে আসবে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ বা স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ৬ জিবি / ৮ জিবি / ১২ র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে ফোনটি আসতে পারে।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, মোটোরোলা এজ ২০+ বা পিস্টার স্মার্টফোনের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে – ১০৮ মেগাপিক্সেল Samsung S5KHM2 মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল OV16A10 আল্ট্রা ওয়াইড/ম্যাক্রো লেন্স, এবং ৮ মেগাপিক্সেল OmniVision OV0A10 টেলিফটো লেন্স। ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টে ১৬ মেগাপিক্সেল OV16AQ ফ্রন্ট ক্যামেরা ও ইউরোপীয় ভ্যারিয়েন্টে ৩২ মেগাপিক্সেল OV32B সেলফি ক্যামেরা থাকতে পারে। 

Motorola এর G সিরিজের আপকামিং স্মার্টফোন Moto G60S এবং Moto G50 5G?

Lisbon ও Saipan কোডনামের দু’টি স্মার্টফোন Moto G60S এবং Moto G50 5G নামে বাজারে আসবে বলেই ইভান ব্ল্যাস জানিয়েছেন। যদিও এদের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন