Motorola Edge 20 পাওয়া যাবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ, ফাঁস আরও তথ্য

Motorola Edge সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে বিখ্যাত টিপস্টার ইভান ব্ল্যাস (Evan Blass) একের পর এক...
SHUVRO 7 July 2021 11:32 AM IST

Motorola Edge সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে বিখ্যাত টিপস্টার ইভান ব্ল্যাস (Evan Blass) একের পর এক তথ্য লিক করছেন। অথচ কোনও হেলদেল না দেখিয়ে Motorola এখনও পর্যন্ত ফোনগুলির সম্পর্কে অফিসিয়াল ভাবে কিছুই ঘোষণা করেনি। তবে ব্ল্যাস তাঁর কাজ জারি রেখেছেন। এবার তিনি Motorola Edge 20 স্মার্টফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং কালার অপশন ফাঁস করলেন।

Motorola Edge 20 স্টোরেজ ও কালার

ব্ল্যাসের লিক করা তথ্য অনুযায়ী, মোটোরোলা এজ ২০ স্মার্টফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের বিকল্পে গ্রাহকদের কাছে আসবে।

বেস ভ্যারিয়েন্টটি ফ্রস্টেড হোয়াইট, ইলেকট্রিক গ্রাফাইট, এবং ল্যাগুন গ্রীন রঙের বিকল্পে পাওয়া যেতে পারে। যেখানে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলটি কেবলমাত্র ফ্রস্টেড গ্রে কালারে উপলব্ধ হতে পারে। আর ১২ জিবি র‌্যামের টপ ভ্যারিয়েন্ট হোয়াইট, মিডনাইট ব্লু, এবং ব্লু লেগান ভেদার কালার অপশনে আসতে পারে।

উল্লেখ্য, উত্তর আমেরিকা (ভেরিজোন), ও গ্লোবাল মার্কেটের জন্য মোটোরোলা এজ ২০ দু'টি এডিশনে আসবে। কয়েকটি জায়গা বাদ দিলে দু'টি ফোনে একইরকম স্পেসিফিকেশন ও ফিচার থাকবে।

Motorola Edge 20 স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ২০ গ্লোবাল এডিশনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি (২৪০০x১৮২০) রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরে ফোনটি চলবে।

মোটোরোলা এজ ২০ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে – ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x জুম)। ডিসপ্লের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

মোটোরোলা এজ ২০ স্মার্টফোনের গ্লোবাল এডিশনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। ফোনটি
অ্যান্ড্রয়েড ১১-এ রান করবে। গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করার জন্য ফোনে ডেডিকেটেড বাটন থাকবে। সাউন্ডের জন্য ফোনে মনো স্পিকার পাওয়া যাবে।

অন্যদিকে মোটোরোলা এজ ২০ এর যে এডিশন ভেরিজোন লঞ্চ করবে তাতে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল + ২ মেগাপিক্সেল ডেপ্থ রিয়ার ক্যামেরা + ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১১ ওএস, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে মোনো স্পিকার থাকলেও এতে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য ডেডিকেটেড বাটন থাকবে না।

Motorola Edge 20 লঞ্চ

মোটোরোলা এজ ২০ সিরিজ এ মাসের শেষান্তে লঞ্চ হবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it