আসন্ন Motorola Edge 30 ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস, বাজারে আসছে খুব শীঘ্রই

বর্তমানে স্মার্টফোন নির্মাতা মোটোরোলা তাদের আসন্ন Motorola Edge 30-এর ওপর কাজ করছে বলে জল্পনা চলছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে Motorla Edge+ নামে লঞ্চ হওয়া Edge 30…

বর্তমানে স্মার্টফোন নির্মাতা মোটোরোলা তাদের আসন্ন Motorola Edge 30-এর ওপর কাজ করছে বলে জল্পনা চলছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে Motorla Edge+ নামে লঞ্চ হওয়া Edge 30 Pro-এর বেস মডেল হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। Motorola Edge 30 স্মার্টফোনটি সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও সূত্রের মাধ্যমে একাধিক তথ্য সামনে এসেছে, তবে এখনও এর লঞ্চের তারিখটি অজানাই রয়েছে। কিন্তু লঞ্চের আগেই ইউরোপের একটি রিটেইলার সাইটে Motorola Edge 30-এর দামের পাশাপাশি এর স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্যগুলিও প্রকাশ করা হয়েছে।

ফাঁস হল Motorola Edge 30 5G- এর দাম

ইউরোপের এক রিটেইলারের সাইটে মোটোরোলা এজ ৩০ ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটিকে লঞ্চের আগেই ৫৪৯.৯০ ইউরো (প্রায় ৪৫,৯৯৯ টাকা) মূল্যের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। যদিও যাচাই করা যায়নি যে এই তালিকাটি আসল কিনা। তবে জানা যাচ্ছে যে, মোটোরোলা এজ ৩০-এর একটি ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টও থাকবে এবং আর ৬ জিবি ও ৮ জিবি উভয় র‍্যাম ভ্যারিয়েন্টের সাথেই ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আশা করা হচ্ছে, এই হ্যান্ডসেটের প্রারম্ভিক মূল্যটি উল্লেখিত দামের থেকে কমই হবে।

প্রসঙ্গত, দাম ছাড়াও, ফাঁস হওয়া লিস্টিংয়ে মোটোরোলা এজ ৩০ ৫জি-এর কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, এই ফোনে ৬.৫ ইঞ্চির পি-ওলেড (P-OLED) ডিসপ্লে থাকবে, যা ২,৪০০x১,০৮০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে।

তালিকাটি আরও প্রকাশ করেছে যে, আপকামিং Motorola Edge 30 ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে আসবে। এছাড়া, আসন্ন ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Motorola Edge 30-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 30-এ ৪,০২০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।