Motorola Edge সিরিজের নতুন স্মার্টফোনে থাকবে 108MP ক্যামেরা ও শক্তিশালী Snapdragon প্রসেসর

গত বছর লঞ্চ হওয়া Edge সিরিজের Edge এবং Edge + এর পরবর্তী প্রজন্মের মডেলের ওপর Motorola কাজ করছে বলে সম্প্রতি আমরা জানতে পেরেছিলাম। আবার এই…

গত বছর লঞ্চ হওয়া Edge সিরিজের Edge এবং Edge + এর পরবর্তী প্রজন্মের মডেলের ওপর Motorola কাজ করছে বলে সম্প্রতি আমরা জানতে পেরেছিলাম। আবার এই Edge সিরিজের অধীনে আসতে চলা Motorola-র আপকামিং চারটি ডিভাইসের কোডনাম Sierra, Berlin, Berlin NA এবং Kyoto বলে এক জনপ্রিয় টিপস্টার লিক করেছিলেন।

Techniknews এবার Berlin, Berlin NA, Kyoto, এবং Pstar কোডনামের একটি Motorola ডিভাইসের বিষয়ে কিছু তথ্য প্রকাশ করল। তাদের রিপোর্টে কী কী নতুন তথ্য উঠে এল তা দেখে নেওয়া যাক।

Motorola Edge Berlin, Berlin NA

TechnikNews কর্তৃক প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, Berlin ইউরোপে এবং Berlin NA হয়তো উত্তর আমেরিকাতে Edge ব্র্যান্ডেড স্মার্টফোন হিসেবে বিক্রি হবে। দু’টি স্মার্টফোনই স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা পরিচালিত হবে। সাথে থাকবে ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অপশন।

Berlin, Berlin NA স্মার্টফোন OmniVision OV32B40 ফ্রন্ট ফেসিং ক্যামেরার সাথে আসবে। দুটি হ্যান্ডসেটেরই ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সিস্টেম, যার প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেলের।

Berlin কোড নামের স্মার্টফোনে, ১০৮ মেগাপিক্সেল Samsung S4KHM2 প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকবে ১৬ মেগাপিক্সেল OmniVision OV16A10 আল্ট্রা ওয়াইড/ ম্যাক্রো ক্যামেরা, এবং ৮ মেগাপিক্সেল OmniVision OV08A10 টেলিফটো লেন্স। অন্য দিকে, Berlin NA কোড নামের স্মার্টফোনেও একইরকম ১০৮ মেগাপিক্সেল Samsung S4KHM2 প্রাইমারি ক্যামেরা থাকছে। তবে এর বাকি ক্যামেরা দুটি হল ৮ মেগাপিক্সেল Samsung S5K4H7 আল্ট্রা ওয়াইড /ম্যাক্রো লেন্স, এবং ২ মেগাপিক্সেল OmniVision OV02B1B ডেপ্থ লেন্স।

Motorola Edge Pstar

TechnikNews এর দাবি, Sierra কোডনামে উল্লিখিত ডিভাইসটিই আসলে Pstar৷ Pstar স্মার্টফোনের মডেল নম্বর XT2153 এবং এটি ব্ল্যাক, ব্লু, ও হোয়াইট কালার অপশনে আসবে। এই ফোনে “kona” কোডনামের কোয়ালকম প্রসেসর  থাকবে। যা স্ন্যাপড্রাগন ৮৬৫ বা স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর হতে পারে। ৬ জিবি / ৮ জিবি / ১২ র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে ফোনটি আসবে।

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টে  ১৬ মেগাপিক্সেল OV16AQ ফ্রন্ট ক্যামেরা ও ইউরোপীয় ভ্যারিয়েন্টে ৩২ মেগাপিক্সেল OV32B সেলফি ক্যামেরা থাকতে পারে। Pstar কোড নামের এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে – ১০৮ মেগাপিক্সেল Samsung S5KHM2 মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল OV16A10 আল্ট্রা ওয়াইড /ম্যাক্রো লেন্স, এবং ৮ মেগাপিক্সেল OmniVision OV0A10 টেলিফটো লেন্স।

Motorola Edge Kyoto

আপকামিং Edge সিরিজে Kyoto সবচেয়ে সস্তায় লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। Technkinews এর আগের রিপোর্ট অনুসারে ফোনটি ১০৮ মেগাপিক্সেল (S5KHM2) ক্যামেরা সহ আসবে। প্রাইমারি সেন্সরের সঙ্গে থাকবে স্যামসাংয়ের ৮ মেগাপিক্সেল ক্যামেরা (S5K4H7), যা ম্যাক্রো ক্যামেরা ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার দ্বৈত ভূমিকা পালন করবে। স্মার্টফোনের তৃতীয় ক্যামেরা হিসেবে থাকবে ২ মেগাপিক্সেল OmniVision (OVO2B1B) ডেপ্থ সেন্সর। সেলফির জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল (OV16A1Q) সেন্সর অথবা ৩২ মেগাপিক্সেল (OV32B) সেন্সর ব্যবহার হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন