Motorola Edge X30 Pro আসছে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, পেল 3C থেকে অনুমোদন

লেনোভো (Lenovo)-এর অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola)-এর “Frontier” কোডনেমের ফ্ল্যাগশিপ...
Ananya Sarkar 4 July 2022 3:01 PM IST

লেনোভো (Lenovo)-এর অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola)-এর “Frontier” কোডনেমের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি হল চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে একটি৷ সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এই ডিভাইসটি চীনে Motorola Edge X30 Pro নামে উন্মোচিত হবে এবং বিশ্ব বাজারে এটির নাম হবে Edge 30 Ultra৷ গত মার্চ মাসে, লেনোভো চায়নার মোবাইল ফোন বিজনেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার, চেন জিন (Chen Jin), ১২৫ ওয়াট ফাস্ট চার্জারের একটি ছবি শেয়ার করেন, যা Edge X30 Pro-এর সাথে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এখন আবার এই হ্যান্ডসেটটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে, যা থেকে অনুমান করা যায় যে, Motorola Edge X30 Pro শীঘ্রই চীনের মার্কেটে পা রাখবে।

Motorola Edge X30 Pro পেল 3C-এর অনুমোদন

XT2241-1 মডেল নম্বর এবং ১২৫ ওয়াট চার্জার সহ একটি নতুন মোটোরোলা ফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে৷ সুতরাং, এটি আসন্ন এজ এক্স৩০ প্রো মডেলটি হবে বলেই মনে করা হচ্ছে। ডিভাইসটি আগামী কয়েক দিনের মধ্যে চীনের আরেক জনপ্রিয় সার্টিফিকেশন প্ল্যাটফর্ম, টেনা (TENAA)-এর ডেটাবেসেও উপস্থিত হবে বলে আশা করা যায়। এজ এক্স৩০ প্রো আগামী মাসে অর্থাৎ জুলাইতেই চীনে লঞ্চ হতে পারে।

মোটোরোলা এজ এক্স৩০ প্রো-এর স্পেসিফিকেশন (Motorola Edge X30 Pro Expected Specifications)

মোটোরোলা এজ এক্স৩০ প্রো / এজ৩০ আল্ট্রা ৬.৭৩ ইঞ্চির পোলেড (POLED) ডিসপ্লের সাথে আসবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে এবং এই প্যানেলটির প্রান্তগুলি বাঁকানো বা কার্ভড হবে। মোটোরোলা এজ এক্স৩০-তে নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এছাড়া, এই নতুন মোটোরোলা ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Edge X30 Pro-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ১৯৪ মেগাপিক্সেল বা ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করবে। আর ফোনের সামনে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Edge X30 Pro-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story