Motorola Frontier আসছে 'ফাস্ট এভার' Samsung-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের সাথে
চলতি বছরের দ্বিতীয়ার্ধে Motorola Frontier নামের একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করতে পারে এমনটাই...চলতি বছরের দ্বিতীয়ার্ধে Motorola Frontier নামের একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করতে পারে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিলো বহুদিন যাবৎ। কেননা, পূর্বে বেশ কয়েকটি রিপোর্টের মাধ্যমে এই ফোনটির বাহ্যিক ডিজাইন ও একাধিক কী-ফিচার অনলাইনে ফাঁস হয়েছিল। আর সম্প্রতি, এই আপকামিং হ্যান্ডসেটের একটি লাইভ ইমেজ ফাঁস হওয়ায়, এর রিয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন এবং সেন্সর সম্পর্কিত তথ্য এখন প্রকাশ্যে এসে গেছে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে একটি বড় কাটআউট দেখা যাবে, যাতে ২০০ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। এছাড়া, ক্যামেরা সেটআপটি একটু মনোযোগ সহকারে দেখলে একটি টেক্সট দেখা যাবে, যা ইঙ্গিত দিচ্ছে যে ২০০ মেগাপিক্সেল HPI প্রাইমারি সেন্সরটি 'অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন' (OIS) এবং এফ/২.২ অ্যাপারচার সাপোর্ট সহ আসবে।
Motorola Frontier স্মার্টফোনে থাকবে 200-Megapixel Samsung সেন্সর
মোটোরোলা ফ্রন্টিয়ার স্মার্টফোনের 'ইমেজ লিক' কান্ডের নেপথ্যে আছেন প্রখ্যাত টিপস্টার ফেনিবুক। চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে একটি ছবি শেয়ার করে তিনি জানান যে, এই মোটোরোলা ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP1 সেন্সর সহ আসতে পারে। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথমবার এই সেন্সরটির ঘোষণা করা হয়েছিল। সংস্থার মতে, স্যামসাং বিকশিত এই শক্তিশালী সেন্সর, ৩০ এফপিএস বা ফ্রেম-পার-সেকেন্ডের হিসাবে 8K (৭,৬৮০x৪,৩২০ পিক্সেল) ভিডিও রেকর্ড করতে সক্ষম। যদিও এর ফিল্ড-অফ-ভিউয়ের পরিমাণ সামান্য হ্রাস হতে পারে বলে মনে করা হচ্ছে।
Motorola Frontier স্পেসিফিকেশন (সম্ভাব্য)
পূর্ববর্তী বেশ কয়েকটি রিপোর্টে, মোটোরোলা ফ্রন্টিয়ার স্মার্টফোনের ফিচার সম্পর্কিত তথ্য ফাঁস করা হয়েছিল। জানা গেছে, উক্ত ডিভাইসটি একটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED কার্ভড ডিসপ্লে সহ আসতে পারে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন SM8475 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে, মনে করা হচ্ছে, এই প্রসেসরটি, লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের আপগ্রেড সংস্করণ হতে পারে। এছাড়া এটি ১২ জিবি LPDDR5 র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ আসতে পারে।
আবার এই মোটোরোলা ফোনের রিয়ার মডিউলে তিনটি সেন্সর দেখা যাবে, যার প্রাইমারি সেন্সরটি ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP1 লেন্স হবে। এছাড়া, বাকি দুটি, ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ১২ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর হবে বলে জানা গেছে। এছাড়া, Motorola Frontier স্মার্টফোনের সামনে একটি ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত হ্যান্ডসেটে ৪,৫০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ১২৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। প্রসঙ্গত, লেনোভো (Lenovo) -এর জেনারেল ম্যানেজার হালফিলে মাইক্রব্লগিং সাইট উইবো (Weibo) -তে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ১২৫ ওয়াট ক্যাপাসিটির একটি চার্জারের ছবি দেখা গেছে। এই চার্জারটি সম্ভবত Motorola Frontier স্মার্টফোনের জন্য নিয়ে আসা হবে।