Motorola Moto E32 ট্রিপল রিয়ার ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসছে, ফাঁস রেন্ডার সহ ফিচার

স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা বর্তমানে বাজারে তাদের E-সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই...
Ananya Sarkar 30 April 2022 1:49 PM IST

স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা বর্তমানে বাজারে তাদের E-সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটি Motorola Moto E32 নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি টিপস্টার সুধাংশু আম্ভোর এই আসন্ন স্মার্টফোনটির রেন্ডার ফাঁস করেন। এখন আবার অন্য এক টিপস্টার Moto E32-এর রেন্ডারের পাশাপাশি এর প্রধান স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে এনেছেন। চলুন দেখে নেওয়া যাক নতুন মোটোরোলা ফোনটি ব্যবহারকারীদের কি কি ফিচার অফার করবে।

ফাঁস হল Motorola Moto E32-এর রেন্ডার

টিপস্টার Nils Ahrensmeier টুইটারে মোটো ই৩২-এর রেন্ডার ও স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন।

https://twitter.com/NilsAhrDE/status/1519639664390557697

এই নতুন রেন্ডারগুলি প্রকাশ করে যে, আসন্ন স্মার্টফোনটির ব্যাক প্যানেলে একটি পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড থাকবে, যার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। ফোনের সামনে সেলফি শুটারের জন্য স্ক্রিনের ওপরের মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখতে পাওয়া যাবে। রেন্ডার অনুযায়ী, মোটো ই৩২-এর ওপরে ও দুই ধারে পাতলা বেজেল থাকলেও, নীচের বেজেলটি পুরু হবে।

এছাড়া ফোনের ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি থাকবে, আর বাঁদিকে সিম ট্রেটি দেখতে পাওয়া যাবে। মোটো ই৩২-এর নীচের অংশে স্পিকার গ্রিল এবং মাইক্রোফোনের সাথে চার্জ করার জন্য একটি ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হইবে। আবার ওপরে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে।

মোটোরোলা মোটো ই৩২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Moto E32 Expected Specifications)

টিপস্টার Nils Ahrensmeier জানিয়েছে যে, মোটো ই৩২-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ (৭২০ x ১,৬০০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত প্রসারিত করা সম্ভব। মোটো ই৩২ অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Motorola Moto E32-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার থাকবে, যা দুটি ২ মেগাপিক্সেলের অক্সিলিয়ারি ক্যামেরার সাথে যুক্ত থাকবে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Moto E32-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া, এই ডিভাইসটির পরিমাপ হবে ১৬৩.৯৫×৭৪.৯×৮.৪৯ মিলিমিটার এবং ওজন হবে ১৮৪ গ্রাম।

Show Full Article
Next Story