Motorola Moto G22 ফোনের রেন্ডার ফাঁস, নজর কাড়ছে রিয়ার ক্যামেরার ডিজাইন

Motorola Moto G22 শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটিকে একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আবার ফোনটি...
Julai Modal 22 Feb 2022 8:04 PM IST

Motorola Moto G22 শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটিকে একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আবার ফোনটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে Motorola Moto G22 ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর, এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। তবে লঞ্চের আগে এখন ফোনটির ডিজাইন রেন্ডার সামনে এসেছে।

Motorola Moto G22 ফোনের ডিজাইন রেন্ডার ফাঁস

৯১মোবাইলস তাদের একটি রিপোর্টে মোটোরোলা মোটো জি২২ ফোনের রেন্ডার শেয়ার করেছে। এর কোডনেম “Hawaii+।” ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। আবার পিছনে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ ও তার নীচে কোম্পানির ব্র্যান্ডিং ও‌ লোগো।

Motorola Moto G22 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

মোটো জি২২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক্সেল ডেন্সিটি ২৬৮ পিপিআই। এই ফোনে ব্যবহার করা হবে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়াও আরও কিছু স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Motorola Moto G22 ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ও ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হবে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। Motorola Moto G22 তিনটি কালারে মিলবে- কসমিক ব্ল্যাক, আইসবার্গ ব্লু ও হোয়াইট। এই ফোনের দাম রাখা হবে ২০০ ইউরোর (প্রায় ১৬,৯০০ টাকা) কাছাকাছি।

Show Full Article
Next Story
Share it