বাতিল হল Motorola Razr 2022, Motorola X30 Pro-এর লঞ্চ ইভেন্ট, কেন?
আজ, ২ আগস্ট চীনের বাজারে Motorola Razr 2022 এবং Motorola X30 Pro হ্যান্ডসেটগুলি লঞ্চ হওয়ার কথা ছিল। তবে, লঞ্চ ইভেন্টটি...আজ, ২ আগস্ট চীনের বাজারে Motorola Razr 2022 এবং Motorola X30 Pro হ্যান্ডসেটগুলি লঞ্চ হওয়ার কথা ছিল। তবে, লঞ্চ ইভেন্টটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে, যদিও লঞ্চ ইভেন্ট বাতিল হওয়ার সঠিক কারণগুলি এখনও জানা যায়নি। মোটোরোলা (Motorola) এবং লেনোভো (Lenovo)-এর জেনারেল ম্যানেজার চেন জিন ওয়েইবোতে একটি পোস্টের মাধ্যমে Moto X30 Pro এবং Razr 2022-এর লঞ্চ ইভেন্ট বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও, সম্প্রতি Motorola Razr 2022-এর প্রাইমারি ডিসপ্লের ফার্স্ট লুকটি চেন জিনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। অন্যদিকে, Motorola X30 Pro-কে চীনে টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
বাতিল হল Motorola Razr 2022 এবং Motorola X30 Pro-এর লঞ্চ ইভেন্ট
মোটোরোলার জেনারেল ম্যানেজার চেন জিন ওয়েইবো (Weibo)-এ পোস্ট করে মোটোরোলা রেজার ২০২২ এবং মোটোরোলা এক্স৩০ প্রো হ্যান্ডসেটগুলির লঞ্চ ইভেন্টটি বাতিল হওয়ার বিষয়ে জানিয়েছেন। তবে তিনি এই ইভেন্ট বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।
এছাড়া, মোটোরোলা তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে যে, সংস্থা অনুষ্ঠান বাতিল করার জন্য গভীরভাবে দুঃখিত। পাশাপাশি তারা গ্রাহকদের মোটোরোলার নতুন প্রোডাক্টগুলিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছে। নতুন ডিভাইস সংক্রান্ত যাবতীয় তথ্য মোটো-এর অফিসিয়াল ইনফরমেশন প্ল্যাটফর্মে মিলবে বলেও জানায় কোম্পানি।
জানিয়ে রাখি, Motorola Razr 2022 ফোল্ডেবল ফোনটি আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ টায় (ভারতে ৫টা) চীনা বাজারে লঞ্চ হওয়ার কথা ছিল। এটিকে সম্প্রতি টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যার তালিকাটি প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি একটি ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চি ওলেড প্রাইমারি ডিসপ্লে থাকবে। তাছাড়া, মোটোরোলার তরফে ইতিমধ্যেইই নিশ্চিত করা হয়েছে যে, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।
অন্যদিকে, Motorola X30 Pro-ও টেনা-এর সাইটে তালিকাভুক্ত হয়েছিল, যা প্রকাশ করে যে এই হ্যান্ডসেটটিতে ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে। এটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে, যা লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর বলেই আশা করা হচ্ছে। Moto X30 Pro-এর পরিমাপ হবে ১৬১.৭x৭৩.৫x৮.৩ মিলিমিটার এবং ওজন হবে প্রায় ১৯৫ গ্রাম। এর পাশাপাশি, কোম্পানি আরও দাবি করেছে যে, এই নয়া প্রিমিয়াম গ্রেডের মোটোরোলা ডিভাইসটিই বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যুক্ত স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে।