Motorola Razr 2022, Moto X30 Pro নিয়ে জল্পনার অবসান, 200MP ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে 2 আগস্ট
মোটোরোলা তাদের দুটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস আগামী মাসের শুরুতেই চীনের বাজারে উন্মোচন করবে বলে জল্পনা চলছিল। সেইমতো এখন...মোটোরোলা তাদের দুটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস আগামী মাসের শুরুতেই চীনের বাজারে উন্মোচন করবে বলে জল্পনা চলছিল। সেইমতো এখন ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেছে যে, আগামী ২ আগস্ট Motorola Razr 2022 এবং Moto X30 Pro হ্যান্ডসেট দুটির ওপর থেকে পর্দা সরানো হবে। মোটোরোলা ইতিমধ্যেই কালো শেডে ফোল্ডেবল Razr 2022 ফোনটিকে টিজ করেছে এবং এটি একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে বলেও জানিয়েছে। অন্যদিকে, Moto X30 Pro ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP1 সেন্সরের সাথে আসবে বলে জানা গেছে। এছাড়া, সংস্থা লেটেস্ট মাইইউআই ৪.০ (myui 4.0) কাস্টম ইউজার ইন্টারফেসটিও Motorola Razr 2022 এবং Moto X30 Pro হ্যান্ডসেটের সাথে লঞ্চ করতে চলেছে।
Motorola Razr 2022 এবং Moto X30 Pro-লঞ্চ ইভেন্টের সময়সূচী
মোটোরোলার তরফে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এ একটি পোস্ট করে নিশ্চিত করা হয়েছে যে, মোটোরোলা রেজার ২০২২ এবং মোটো এক্স৩০ প্রো-এর লঞ্চ ইভেন্টটি চীনে আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭.৩০ টায় (ভারতে বিকেল ৫:০০ টা) অনুষ্ঠিত হবে। এছাড়া, একটি পৃথক পোস্টে মোটোরোলা ঘোষণা করেছে যে, তাদের লেটেস্ট মাইইউআই ৪.০ (myui 4.0) কাস্টম স্কিনটি এই দুটি ফোনেই থাকবে। নতুন ইউজার ইন্টারফেসটি "নতুন ভিজ্যুয়াল, অল-রাউন্ড আপগ্রেড এবং ইন্টিউটিভ ইন্টার্যাকশন" অফার করবে বলে দাবি করা হয়েছে।
মোটোরোলা রেজার ২০২২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Razr 2022 Expected Specifications)
সম্প্রতি সংস্থা মোটোরোলা রেজার ২০২২-এর প্রোমোশনাল টিজার প্রকাশ করেছে। জানা গেছে, আসন্ন ফোল্ডেবল ডিভাইসটি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে আসবে এবং এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনটি কোয়ার্টজ ব্ল্যাক এবং ট্রানকুইল ব্লু- এই দুটি কালার অপশনে বাজারে আসতে পারে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। মোটোরোলা রেজার ২০২২ ফোনের প্রাইমারি স্ক্রিনটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে।
পারফরম্যান্সের জন্য, Motorola Razr 2022 Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এটি ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে এবং ফোনটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের অমনিভিশন সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে।
মোটো এক্স৩০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto X30 Pro Expected specifications)
মোটো এক্স৩০ প্রো-এ এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৮ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটি দুটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে আশা করা হচ্ছে - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য, Moto X30 Pro-এর ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি১ সেন্সর থাকবে, যা ৫০ মেগাপিক্সেলের ৪-ইন-১ পিক্সেল বিনিং ব্যবহার করে ২০০ মেগাপিক্সেলের ছবি সরবরাহ করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto X30 Pro ১২৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে।