Motorola Razr 3 হতে পারে বিশ্বের প্রথম Snapdragon 8+ Gen 1 প্রসেসরের ফোন

গত বছর ডিসেম্বর মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা Qualcomm Snapdragon 8 Gen 1-চালিত বিশ্বের প্রথম হ্যান্ডসেট...
Ananya Sarkar 23 May 2022 7:49 PM IST

গত বছর ডিসেম্বর মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা Qualcomm Snapdragon 8 Gen 1-চালিত বিশ্বের প্রথম হ্যান্ডসেট হিসেবে Motorola Moto Edge X30-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। সম্প্রতি Snapdragon 8 Gen 1-এর উত্তরসূরি হিসেবে উন্মোচিত হয়েছে Snapdragon 8+ Gen 1 প্রসেসরটি। আর তার পরেই মোটোরোলা এই নতুন কোয়ালকম প্রসেসর দ্বারা চালিত একটি আসন্ন স্মার্টফোনের পোস্টার শেয়ার করেছে। মনে করা হচ্ছে, এটি নতুন Motorola Razr 3 ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে। আর যদি এই অনুমান সত্যি প্রমাণিত হয়, তাহলে Razr 3 বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন হবে, যার মধ্যে Snapdragon 8+ Gen 1 চিপসেটটি থাকবে।

Motorola Razr 3 আসতে পারে কোয়ালকমের নতুন Snapdragon 8+ Gen 1-এর সাথে

মোটোরোলার জেনারেল ম্যানেজার শেন জিন (Shen Jin) চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো (Weibo)-তে একটি নতুন পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টারটি শুধুমাত্র মোটোরোলা রেজার ৩-এর আসন্ন আগমনেরই ইঙ্গিত দেয়নি, তার পাশাপাশি এই ডিভাইসে কোয়ালকমের সদ্য লঞ্চ হওয়া প্রসেসরটি ব্যবহার করা হবে বলেও নিশ্চিত করেছে। যদিও পোস্টারে মোটোরোলা রেজার ৩-এর নাম উল্লেখ করা হয়নি, কিন্তু ফোনের ডিজাইন দেখে এটা স্পষ্ট যে এটি আসন্ন রেজার মডেলটি ছাড়া আর কিছুই হতে পারে না। শেন জিন পোস্টের ক্যাপশনে পাঠকদের উদ্দেশ্য করে বলেছেন, এই নতুন পোস্টারে একটি ইস্টার এগ লুকোনো আছে, কেউ কি সেটা দেখতে পাচ্ছেন! আসলে তিনি এখানে যে ইস্টার এগের কথা বলছেন সেটি হল সংস্থার আসন্ন ফোল্ডেবল অফার, যার 'V' আকৃতির রূপরেখাটি পোস্টারের নীচে দৃশ্যমান।

প্রসঙ্গত, স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসরটি অবশ্যই Motorola Razr 3-কে অন্যান্য ফোল্ডেবল ফোনের তুলনায় ওপরের সারিতে পৌঁছে দেবে। Snapdragon 8 Plus Gen 1 চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে এবং এতে ১০% বেশি সিপিইউ (CPU) পারফরম্যান্স, ১০% দ্রুত গ্রাফিক্স এবং পূর্বসূরির তুলনায় ৩০% পর্যন্ত ভাল পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে।

এছাড়া, পূর্ববর্তী কিছু রিপোর্ট ও সূত্র মারফৎ জানা গেছে, ক্ল্যামশেল ডিজাইন যুক্ত মোটোরোলার আসন্ন ফোল্ডেবল ফোনে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল স্ক্রিন এবং একটি বড় ৩ ইঞ্চির কভার ডিসপ্লে থাকবে। ফোনের অভ্যন্তরীণ ডিসপ্লেটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, Motorola Razr 3-এ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। আর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত থাকতে পারে।

উল্লেখ্য, মোটোরোলার পরবর্তী ফোল্ডেবল হ্যান্ডসেটটি জুলাইয়ের শেষ সপ্তাহে বা আগস্টের শুরুতে চীনের বাজারে মুক্তি পাবে। আবার, আগস্ট মাসেই Motorola Razr 3-এর আন্তর্জাতিক বাজারে আসার সম্ভাবনাও রয়েছে।

Show Full Article
Next Story