রূপে-গুণে অনবদ্য, ডুয়াল স্ক্রিনের সঙ্গে ঝড় তুলতে লঞ্চ হল Moto Razr 50 ও Razr 50 Ultra

মোটোরোলা আজ অবশেষে তাদের পরবর্তী প্রজন্মের Motorola Razr 50 সিরিজের ফোল্ডেবল ফোনগুলি উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে...
Ananya Sarkar 25 Jun 2024 8:18 PM IST

মোটোরোলা আজ অবশেষে তাদের পরবর্তী প্রজন্মের Motorola Razr 50 সিরিজের ফোল্ডেবল ফোনগুলি উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra। এগুলি যথাক্রমে গত বছরের Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra ফোনের উত্তরসূরি হিসেবে এসেছে। সদ্য উন্মোচিত হ্যান্ডসেটগুলি তাদের পূর্বসূরিদের তুলনায় বেশ কিছু আপগ্রেড অফার করে। উল্লেখযোগ্যভাবে, স্ট্যান্ডার্ড মডেলটি একটি বড় সেকেন্ডারি স্ক্রিনের সাথে এসেছে। আসুন Motorola Razr 50 এবং Razr 50 Ultra ফোনের সকল স্পেসিফিকেশন ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Motorola Razr 50 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

মোটোরোলা রেজার ৫০ এবং মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা হল ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন। উভয়ই একটি ৬.৯ ইঞ্চির ফ্লেক্সভিউ পি-ওলেড (POLED) ডিসপ্লে সহ এসেছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ডলবি ভিশন সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড মডেলটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। অন্যদিকে, আল্ট্রা মডেলের এলটিপিও রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,০০০ নিটের ওপরে।

মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ফোনের রিয়ার প্যানেলের সেকেন্ডারি স্ক্রিনে ১৬৫ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট, ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং এইচডিআর১০+ সাপোর্ট সহ পিওলেড প্যানেল রয়েছে। আল্ট্রা মডেলে ৪ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে, যা বিদ্যমান ফ্লিপ ফোনগুলির মধ্যে সবচেয়ে বড়। অন্যদিকে, স্ট্যান্ডার্ড মোটোরোলা রেজার ৫০ ফোনে ছোট ১.৫ ইঞ্চির স্ক্রিনের পরিবর্তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৩.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। উভয় ডিভাইসের সেকেন্ডারি ডিসপ্লে গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। এটি ভিডিও দেখা ও নেভিগেশন সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, Motorola Razr 50 ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। আল্ট্রা মডেলটিতে একটি ৫০ মেগাপিক্সেলের ২x টেলিফটো লেন্স রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। দুটি ফোনেই একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে৷

উল্লেখযোগ্যভাবে, Motorola Razr 50 সিরিজ একটি পঞ্চম-প্রজন্মের স্টার ট্র্যাক হিঞ্জ দিয়ে সজ্জিত, যা ছোট এবং বেশ হালকা। এটিতে একটি ৬০০০ সিরিজের এভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমও রয়েছে। দুটি ফোনেই জল-প্রতিরোধের জন্য আইপিএক্স৮ (IPX8) রেটিং রয়েছে। পাওয়ার বাটনে এম্বেড করা একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে।

পারফরম্যান্সের জন্য, Razr 50 ফোনটিতে MediaTek Dimensity 7300X প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, আর Razr 50 Ultra মডেলটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত। দুটি ফোনই ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ মিলবে। Motorola Razr 50 Ultra ফোনে ৪৪ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর স্ট্যান্ডার্ড মডেলটি ৩৩ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,২০০ এমএএইচ সেল সহ এসেছে। Motorola Razr 50 সিরিজের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম, 5G সংযোগ, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ইউএসবি-সি পোর্ট।

Motorola Razr 50 সিরিজের দাম ও লভ্যতা

Motorola Razr 50 ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৫০০ টাকা) এবং ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৯৫০ টাকা)। এটি স্টিল উল, পিউমিস স্টোন এবং অ্যারাবেস্ক কালার শেডে একটি লেদার টেক্সচার ব্যাক প্যানেলের সাথে এসেছে।

অন্যদিকে, Motorola Razr 50 Ultra হ্যান্ডসেটের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৫০০ টাকা) এবং ৬,১৯৯ ইউয়ান (প্রায় ৭১,২০০ টাকা)। এটিকে ডিল, নেভি ব্লেজার এবং পীচ ফাজ কালারে বেছে নেওয়া যাবে। তবে, Motorola Razr 50 সিরিজ ভারতের বাজারে কবে আসবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

Show Full Article
Next Story