বিপাকে Motorola, স্মার্টফোনের আমদানি নিষিদ্ধ হতে পারে এই দেশে

Lenevo মালিকাধীন জনপ্রিয় ব্র্যান্ড Motorola স্মার্টফোনের আমদানি নিষিদ্ধ করতে পারে আমেরিকা। সম্প্রতি ইউএস আইটিসি বিভাগ, প্রাথমিকভাবে রায় দিয়েছে যে মোটোরোলা এরিকসনের ৫জি পেটেন্ট লঙ্ঘন করেছে।

Suvrodeep Chakraborty 19 Dec 2024 5:46 PM IST

আমেরিকার ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (আইটিসি) রায় দিয়ে জানিয়েছে, Lenovo মালিকাধীন Motorola এরিকসনের ৫জি ওয়্যারলেস প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘন করেছে। যে কারণে এই দেশে মোটোরোলার স্মার্টফোনের আমদানি নিষিদ্ধ হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুইডেন ভিত্তিক কোম্পানি এরিকসনের অভিযোগের পরই নড়ে চড়ে বসেছে ট্রেড কমিশন।

একজন আইটিসি বিচারক জানিয়েছেন যে, মোটোরোলার স্মার্টফোনগুলি এরিকসনের পেটেন্ট অধিকার লঙ্ঘন করায়, দুই কোম্পানির মধ্যে আন্তর্জাতিক পেটেন্ট লাইসেন্সিং বিরোধকে বাড়িয়ে তুলেছে। পূর্ণাঙ্গ কমিশন এপ্রিলে চূড়ান্ত রায় দিতে চলেছে। উল্লেখ্য, গত মাসে এই সম্পর্কিত মামলায়, এক আইটিসি বিচারক আবার লেনোভোর পক্ষে রায় দিয়েছিলেন।

Lenovo এর বিরুদ্ধে অভিযোগ Ericsson এর

গত বছর, ওয়াশিংটনের আইটিসি বিভাগে এরিকসন অভিযোগ করে যে, মোটোরোলার মোটো জি, এজ এবং রেজার ফোনগুলিতে ওয়্যারলেস কমিউনিকেশনের সাথে আবদ্ধ পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে লেনোভো। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ আমেরিকা, ব্রিটেন এবং উত্তর ক্যারোলিনাতেও বিরোধ রয়েছে দুই কোম্পানির।

পেটেন্ট লঙ্ঘনের কারণে ব্রাজিল এবং কলম্বিয়াতে লেনোভো স্মার্টফোনগুলির বিক্রি সীমিত করার জন্য আদালতে মামলা করেছে এরিকসন। যদিও, অক্টোবরে দক্ষিণ আমেরিকার কোম্পানির বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল তা পুনঃস্থাপন করেছে মার্কিন আদালত।

আমদানি বন্ধ হলে কী হবে?

কাউন্টারপয়েন্টের নভেম্বরের মার্কেট শেয়ার রিপোর্ট অনুযায়ী, 2024 সালের তৃতীয় ত্রৈমাসিকে মার্কিন বাজারের 14 শতাংশ দখল রয়েছে লেনোভো-মালিকানাধীন মোটোরোলার। Moto G মডেলের একচেটিয়া বিক্রির কারণে বার্ষিক 21 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে কোম্পানির ব্যবসা। তবে আমদানি বন্ধ হলে গুরুতর প্রভাব পড়তে পারে কোম্পানির উপর। তাই অনেকে মনে করছেন এই ক্ষতি এড়াতে মীমাংসা করার সিদ্ধান্ত নিতে পারে দুই কোম্পানি।

Show Full Article
Next Story