Motorola-র‌ নয়া চমক? অদৃশ্য সেলফি ক্যামেরার ফোন বাজারে আসছে

জিটিই (ZTE), স্যামসাং (Samsung), শাওমি (Xiaomi)-র পর মোটোরোলা (Motorola) নিয়ে আসতে পারে তাদের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন। সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন, মোটোরোলা তাদের…

জিটিই (ZTE), স্যামসাং (Samsung), শাওমি (Xiaomi)-র পর মোটোরোলা (Motorola) নিয়ে আসতে পারে তাদের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন। সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন, মোটোরোলা তাদের একটি নতুন ডিভাইসের ওপর কাজ করছে, যার ফ্রন্ট ক্যামেরাটি ডিসপ্লের মধ্যে অবস্থান করবে। অর্থাৎ চোখে দেখতে পাওয়া যাবে না ফ্রন্ট ক্যামেরাটি। মনে করা হচ্ছে নতুন মোটোরোলার এই ফোনটি Moto Edge X30 ও Moto Edge S30 -এর সাথে বাজারে আসতে পারে। উল্লেখ্য, মোটোরোলা জানিয়েছে Moto Edge X30 ফ্ল্যাগশিপ ফোনটি চীনে আগামী ৯ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। আর Moto Edge S30 -ও এই ডিসেম্বরেই বাজারে পা রাখবে বলে গুঞ্জন রয়েছে।

Motorola আনতে পারে আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন

জনৈক এক টিপস্টার চীনা মাইক্রোব্লগিং সাইট, Weibo- তে মোটোরোলার এই অজানা ফোনটির বিশেষত্বটি প্রথম প্রকাশ্যে আনেন। তিনি দাবি করেন, মোটোরোলা বেশকিছু দিন ধরেই Moto Edge X30 ও Moto Edge S30 ফোন দুটির পাশাপাশি এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোনটির ওপরও কাজ করছে।

প্রসঙ্গত, গতবছর সেপ্টেম্বরে জিটিই (ZTE) প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজি সমৃদ্ধ ফোনটি বাজারে আনে, যার নাম ZTE – Axon 20 5G। যদিও তারপর অন্যান্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে এই ধরনের ফোন তৈরিতে খুব একটা আগ্রহী হতে দেখা যায়নি, কারণ অন-স্ক্রিন পিক্সেলের ভেতরে ফ্রন্ট ক্যামেরা স্থাপন করা খুব একটা সহজ কাজ নয়।

যাইহোক, ZTE- এর Axon 20 5G লঞ্চ হওয়ার বেশ কিছু মাস পর Xiaomi এবছর অগাস্টে লঞ্চ করে তাদের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন Xiaomi Mix 4। আর সেই মাসেই Samsung বাজারে আনে Galaxy Z Fold 3, যেটিতেও আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা রয়েছে।

এখন দেখার টিপস্টারের দাবি সত্যি করে, মোটোরোলা-র তরফেও কোনো আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন আনা হয় কিনা। যদিও নতুন এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোনটি সম্পর্কে প্রায় সবটাই এখনও অজানা। এর নামও জানা যায়নি।

প্রসঙ্গত, মোটোরোলা-র আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মোটো এজ এক্স৩০ (Moto Edge X30) চীনের বাজারে লঞ্চ হতে চলেছে এমাসের ৯ তারিখ। এটি কোম্পানির প্রথম ফোন, যেখানে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হবে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Moto Edge X30 নামে লঞ্চ হতে পারে।