Mozilla Firefox: এই ইন্টারনেট ব্রাউজার ইউজারদের জন্য বিশেষ সতর্কবার্তা সরকারের, এক্ষুনি করুন এই কাজ
ইন্টারনেট ব্রাউজ করার জন্য Mozilla Firefox (মজিলা ফায়ারফক্স) ব্যবহার করে, এমন ইউজারদের উদ্দেশ্যে এক জোরালো সতর্কতা জারি...ইন্টারনেট ব্রাউজ করার জন্য Mozilla Firefox (মজিলা ফায়ারফক্স) ব্যবহার করে, এমন ইউজারদের উদ্দেশ্যে এক জোরালো সতর্কতা জারি করেছে ভারত সরকার। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন (CERT-In) জানিয়েছে যে, Mozilla প্রোডাক্টগুলিতে বেশ কয়েকটি সিকিউরিটি ভালনারেবিলিটি বা নিরাপত্তাজনিত ত্রুটির সন্ধান পাওয়া গেছে, যেগুলিকে হাতিয়ার করে হ্যাকাররা ইউজারদের ব্যাপক ক্ষতিসাধন করতে পারে। এই ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে সিকিউরিটি রেস্ট্রিকশন বাইপাস করার পাশাপাশি হ্যাকাররা স্পুফিং অ্যাটাক, আর্বিট্রারি কোড এক্সিকিউট করা, কিংবা ইউজারদের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার মতো বিপজ্জনক কাজ অত্যন্ত অনায়াসেই করতে পারে। ফলে ব্যবহারকারীদের অবিলম্বে লেটেস্ট ভার্সনে Mozilla Firefox-কে আপডেট করার নির্দেশ দিয়েছে সরকার।
Mozilla Firefox ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা
সিইআরটি-ইন -এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, লেটেস্ট ফায়ারফক্স ৯৮ আপডেটের পূর্ববর্তী মজিলা ফায়ারফক্সের সবকটি ভার্সনই এই নিরাপত্তাজনিত ত্রুটির দ্বারা প্রভাবিত হয়েছে। উল্লেখ্য, ৯১.৭-এর আগের Mozilla Firefox ESR ভার্সন এবং ৯১.৭-এর আগের Mozilla Firefox Thunderbird ভার্সনগুলিও অনুরূপ সিকিউরিটি ভালনারেবিলিটির মুখোমুখি হয়েছে।
হ্যাকাররা কীভাবে নিরাপত্তাজনিত ত্রুটিগুলিকে কাজে লাগাতে পারে, তা ব্যাখ্যা করে সিইআরটি-ইন একটি সরকারী বিবৃতিতে বলেছে যে, কোনো দূরবর্তী আক্রমণকারী একটি বিশেষভাবে তৈরি লিঙ্ক বা ওয়েবসাইট পরিদর্শন করার জন্য ভিক্টিমকে রাজি করিয়ে এই দুর্বলতাগুলিকে কাজে লাগাতে পারে। আর একবার ব্যবহারকারীকে নিজেদের অসৎ উদ্দেশ্যের জটাজালে জড়াতে পারলেই সফল হবে হ্যাকারদের টার্গেট, যার ফলে তারা অতি অনায়াসেই সিকিউরিটি রেস্ট্রিকশন বাইপাস করার পাশাপাশি স্পুফিং অ্যাটাক, আর্বিট্রারি কোড এক্সিকিউট করা, কিংবা ইউজারদের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার মতো বিপজ্জনক কাজ করতে পারবে।
তাই সিইআরটি-ইন সকল ব্যবহারকারীদের অবিলম্বে তাদের মজিলা ফায়ারফক্স ভার্সনকে Firefox 98, Firefox ESR 91.7, এবং Thunderbird 91.7-এ আপগ্রেড করার নির্দেশ দিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে যে সকল ইউজাররা মজিলা ফায়ারফক্স আপডেট করেননি, তাদের সেই কাজটি এই মুহূর্তে করা একান্ত আবশ্যক।
কীভাবে Mozilla Firefox ব্রাউজার লেটেস্ট ভার্সনে আপডেট করবেন
- প্রথমে Firefox টুলবারের ডান দিকের মেনু বাটনে ক্লিক করুন।
- এরপর আপনাকে Help অপশনে ক্লিক করতে হবে।
- এরপর About Firefox অপশনটি সিলেক্ট করুন।
- Firefox এখন কোনো লেটেস্ট আপডেট আছে কি না তা চেক করবে, এবং যদি কোনো আপডেট পাওয়া যায়, তবে ব্রাউজারটি তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করবে।
- ডাউনলোড করা হয়ে গেলে, Firefox আপডেট করতে Restart-এ ক্লিক করুন।