বিপদে Android ফোন ব্যবহারকারীরা, চাঞ্চল্যকর তথ্য সামনে আনল Mozilla
মার্কিনি টেক জায়েন্ট Google গত বছর ঘোষণা করেছিল যে, Play Store-এ বিদ্যমান যে-কোনো Android অ্যাপে ডেটা সেফটি লেবেল (data...মার্কিনি টেক জায়েন্ট Google গত বছর ঘোষণা করেছিল যে, Play Store-এ বিদ্যমান যে-কোনো Android অ্যাপে ডেটা সেফটি লেবেল (data privacy label) অন্তর্ভুক্ত করা ডেভেলপারদের জন্য বাধ্যতামূলক। কোম্পানির মতে, ব্যবহারকারীদের নিরাপত্তা তথা গোপনীয়তা সুরক্ষার স্বার্থে এই কাজ করা একান্ত আবশ্যক। এক্ষেত্রে বলে রাখি, কোন অ্যাপ ব্যবহারকারীদের কোন কোন প্রাইভেট ডেটা অ্যাক্সেস করছে কিংবা থার্ড-পার্টির সাথে কী ধরনের ডেটা শেয়ার করছে, তা এই লেবেলের সাহায্যে অতি অনায়াসে জানতে পারবেন Android ইউজাররা। সেক্ষেত্রে যদিও ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থেই Google এই সিদ্ধান্ত নিয়েছিল; কিন্তু সম্প্রতি একটি রিপোর্টে এমন এক চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে, যা ইউজারদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য।
মোজিলা (Mozilla)-র লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্লে স্টোরের বেশিরভাগ অ্যাপ 'মিথ্যা বা বিভ্রান্তিকর' লেবেল প্রদর্শন করছে! আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছি! সংস্থাটির করা সাম্প্রতিক একটি অ্যানালিসিসের দৌলতে জানা গিয়েছে যে, গুগল প্লে স্টোরে সফটওয়্যার ডেভেলপাররা যে অ্যাপগুলি পর্যালোচনা করেছেন, তার প্রায় ৮০% মিথ্যা বা বিভ্রান্তিকর ডেটা প্রাইভেসি লেবেল ভুয়ো দেখাচ্ছে। উল্লেখ্য যে, অ্যাপটির গোপনীয়তা নীতি এবং গুগলের ডেটা সেফটি ফর্মে (Data Safety Form) সেলফ-রিপোর্ট করা ইনফরমেশন অ্যাপ্লিকেশনগুলির মধ্যে অসঙ্গতি খুঁজে পেয়েছে সংস্থাটি।
Google-এর লেবেল সিস্টেম 'ব্যর্থ'
মোজিলার গবেষকদের মতে, ইউজারদের সুবিধার্থে গুগল প্লে স্টোরে প্রায় ২.৭ মিলিয়ন অ্যাপ্লিকেশন মজুত রয়েছে। তাই এই বিপুল সংখ্যক অ্যাপের মধ্যে প্রতিটি ডাউনলোডের জন্য উপযুক্ত কি না, সে বিষয়টি গুগলকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখতে হবে। যদিও ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে সংস্থাটি লেবেল সিস্টেম চালু করেছে, কিন্তু গুগলের ডেটা সেফটি ফর্মে বিদ্যমান কিছু ফাঁকফোকরের কারণে এই কাজ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে গুগল। অর্থাৎ সহজে বললে, কোনো অ্যাপে ডেটা সেফটি লেবেল মজুত থাকলেও সেটি ব্যবহার করলে ইউজাররা যে কোনো বিপদের সম্মুখীন হবেন না, সে ব্যাপারে কোনোও নিশ্চয়তা নেই।
Mozilla জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলিকে কী রেটিং দিয়েছে?
গুগল প্লে স্টোরের বিভ্রান্তিকর ডেটা সেফটি লেবেলের হাত থেকে ব্যবহারকারীদেরকে সুরক্ষিত রাখতে হালফিলে মোজিলা প্লে স্টোরের অন্তর্গত বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনকে রেটিং দিয়েছে। সংস্থার প্রোজেক্ট লিডার জেন ক্যালট্রিডার (Jen Caltrider) জানিয়েছেন যে, এর সুবাদে ইউজাররা স্টোরের অন্তর্গত অ্যাপগুলির সম্পর্কে সঠিক তথা সম্যক ধারণা অর্জন করতে সক্ষম হবেন। মোজিলার রেটিং অনুযায়ী, মাইনক্রাফ্ট (Minecraft), টুইটার (Twitter) এবং ফেসবুক (Facebook) সহ ৪০% অ্যাপ 'পুওর' (Poor) গ্রেড পেয়েছে। আবার, ৩৭.৫ শতাংশ অ্যাপ 'নিডস ইমপ্রুভমেন্ট' (Needs Improvement) টাইটেল সহ মধ্যম মানের গ্রেড হাসিল করেছে। এই অ্যাপগুলির মধ্যে রয়েছে - ইউটিউব (YouTube), গুগল ম্যাপস (Google Maps), জিমেইল (Gmail), হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার (WhatsApp Messenger) এবং ইনস্টাগ্রাম (Instagram)।
দুঃখের বিষয় হল, Google Play Store-এর অন্তর্গত মাত্র ১৫% অ্যাপকে "ওকে" (OK) গ্রেড দিয়েছে Mozilla। এর মধ্যে রয়েছে - Candy Crush Saga, Google Play Games, Subway Surfers, Stickman Legends Offline Games, Power Amp Full Version Unlocker, এবং League of Stickman: 2020 Ninja। এছাড়া, UC Browser - Safe, Fast, Private; League of Stickman Acti; এবং Terraria - এই তিনটি অ্যাপ্লিকেশনকে ধর্তব্যের মধ্যেই ধরেনি সংস্থাটি। ফলে চলতি সময়ে Play Store থেকে যে-কোনো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আলোচ্য বিষয়টি মাথায় রাখা Android ইউজারদের জন্য একান্ত আবশ্যক৷