অনলাইনে যাবতীয় নিরাপত্তা দেবে মজিলা ভিপিএন, শীঘ্রই হচ্ছে লঞ্চ

জনপ্রিয় মোবাইল এবং কম্পিউটার ব্রাউজার ফায়ারফক্স তৈরি করা কোম্পানি Mozilla সম্প্রতি নিজের নতুন ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সার্ভিস নিয়ে আসতে চলেছে। অ্যান্ড্রয়েড, ক্রোম এবং…

জনপ্রিয় মোবাইল এবং কম্পিউটার ব্রাউজার ফায়ারফক্স তৈরি করা কোম্পানি Mozilla সম্প্রতি নিজের নতুন ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সার্ভিস নিয়ে আসতে চলেছে। অ্যান্ড্রয়েড, ক্রোম এবং উইন্ডোজের জন্য এই প্রাইভেট VPN লঞ্চ করা হবে।

মজিলার তরফ থেকে জানানো হয়েছে, এই ভিপিএন সার্ভিসের সঙ্গে ফায়ারফক্স ব্রাউজারের কোন রকম সম্পর্ক নেই। কোম্পানি বেশ কিছু মাস ধরে এই সার্ভিসের টেস্টিং করছিল।

প্রথমে এই ভিপিএন এর নাম রাখা হয়েছিল ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক। তবে পরবর্তীকালে এর নাম বদলে Mozilla VPN রাখা হয়েছে। আপাতত এই ভিপিএন সার্ভিস শুধুমাত্র আমেরিকার জন্য উপলব্ধ হবে। তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই বছরের শেষ অবধি এই সার্ভিস বিশ্বের অন্যান্য দেশগুলিতে নিয়ে আসা হবে।

মজিলা ভিপিএন নো লগইন পলিসি ব্যবহার করা হয়েছে। এই পলিসি সম্পূর্ণ সিস্টেমকে সিকিওর করবে। এই ভিপিএন ওয়্যারগার্ড ব্যবহার করে যা খুবই সুরক্ষিত একটি সিস্টেম। এই সিস্টেমটি খুবই দ্রুত, ওপেনসোর্স, ফলে এই ভিপিএন সেটআপ করতে অর্থাৎ কনফিগার করতে আপনার সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *