MS Dhoni: 70-এর দশকের ভিন্টেজ গাড়ি কিনলেন ক্যাপ্টেন কুল

গাড়ির প্রতি প্রেম নেই এমন তারকা খুঁজে পাওয়া বাস্তবেই দুষ্কর। সাধারণ মানুষের জামা কাপর পাল্টানোর মতোই তারকারা নিজেদের গাড়ি বদলান। তাই স্বভাবতই তাঁদের গাড়ি সংগ্রহের…

গাড়ির প্রতি প্রেম নেই এমন তারকা খুঁজে পাওয়া বাস্তবেই দুষ্কর। সাধারণ মানুষের জামা কাপর পাল্টানোর মতোই তারকারা নিজেদের গাড়ি বদলান। তাই স্বভাবতই তাঁদের গাড়ি সংগ্রহের তালিকাটিও হয় বেশ লম্বা-চওড়া। বাজারে আসা নতুন মডেল থেকে শুরু করে কোনো ভিন্টেজ গাড়ি, একবার মনে ধরলে তা সাধারণত না কিনে ক্ষান্ত থাকেন না কোনো ‘গাড়ি প্রেমী’ তারকাই। সম্প্রতি এমনই ঘটনা ঘটালেন ভারতের ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। Big Boy Toyz দ্বারা ডাকা একটি নিলাম থেকে ভিন্টেজ Land Rover 3 গাড়ি নিয়ে এসেছেন ‘ক্যাপ্টেন কুল’।

ল্যান্ড রোভার ৩ (Land Rover 3) গাড়িটি ছাড়াও Big Boy Toyz-এর অনলাইন নিলামে মজুত ছিল আরো একাধিক ভিন্টেজ মডেলের গাড়ি। হরিয়ানার গুরুগ্রামে সংস্থার শোরুমে যেগুলি রয়েছে। তার মধ্যে থেকেই ল্যান্ড রোভার ৩ মডেলের গাড়িটি মাহির হৃদয়ে জায়গা করে নেয়, তাই তিনি অনলাইন নিলামে প্রয়োজনে বেশি মূল্য দিয়েও কিনতে প্রস্তুত থাকেন। এদিকে সংস্থাটি জানিয়েছে তাঁদের সংগ্রহের ৫০% গাড়ি অনলাইন নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।

এখানে জানিয়ে রাখি, গত বছরের নভেম্বরে ইয়ামাহা আরডি ৩৫০ (Yamaha RD 350)-র একটি কাস্টমাইজড মডেল বাড়ি নিয়ে এসেছিলেন এমএস ধোনি (MS Dhoni)। গাড়ি ছাড়াও বাইকের প্রতিও যে তাঁর দুর্বলতা রয়েছে তা বোঝাই যায়। ধোনির চারচাকা গাড়ি সংগ্রহের সুবিশাল তালিকার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল Mercedes-Benz GLE, Audi Q7, Jeep Grand Cherokee Trackhawk।

এছাড়া মাহির বাইকের দীর্ঘ তালিকার মধ্যে রয়েছে Confederate Hellcat X32, Harley-Davidson Fatboy, BSA Goldstar, Kawasaki Ninja ZX14R এবং Kawasaki Ninja H2।

এদিকে হেরিটেজ গাড়ির দুনিয়ায় Land Rover 3-এর জায়গা বেশ শক্তপোক্ত। ১৯৭০-৮০-র দশকে তৈরি হওয়ার পর গাড়ি প্রেমীদের ক্রাশ ছিল এটি। এতে রয়েছে একটি ২.২৫ লিটার ইঞ্জিন, যা ৪-স্পিড গিয়ার বক্সের সাথে এসেছিল। তবে ধোনি এই গাড়িটি কত টাকা দিয়ে কিনেছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন