Jio, Airtel, Vi, BSNL সবাই পিছনে, মাত্র ২৫ টাকায় এক বছরের ভ্যালিডিটি দিচ্ছে এই কোম্পানি

Airtel, Vodafone Idea (Vi)-এর মত সংস্থাগুলিকে পেছনে ফেলে এমনিতে বেশ খানিকটা বেশি সুবিধা প্রদান করে Reliance Jio। আবার দেশের এই তিনটি প্রধান বেসরকারি টেলিকম অপারেটর…

Airtel, Vodafone Idea (Vi)-এর মত সংস্থাগুলিকে পেছনে ফেলে এমনিতে বেশ খানিকটা বেশি সুবিধা প্রদান করে Reliance Jio। আবার দেশের এই তিনটি প্রধান বেসরকারি টেলিকম অপারেটর চেয়েও রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL (বিএসএনএল) বা ভারত সঞ্চার নিগম লিমিটেড অনেক সস্তা প্ল্যান অফার করে। কিন্তু আপনি কি জানেন যে বাজারে এমন একটি কোম্পানি রয়েছে যা এই চারটি সংস্থাকে খুব সহজেই পরিষেবার নিরিখে পেছনে ফেলতে পারে। আসলে আমরা বলছি MTNL (এমটিএনএল) অর্থাৎ মহানগর টেলিফোন নিগম লিমিটেডের কথা। এই সংস্থাটি এমন এমন চমৎকার প্ল্যান অফার করে যার কথা জানলে আপনারা অবাক হবেন!

যেমন এমটিএনএল বর্তমানে একটি প্ল্যান অফার করছে যা ২৫ টাকায় ৩৬৫ দিনের বৈধতা দেয়। হ্যাঁ, ঠিকই পড়েছেন। টাকার অঙ্ক বা বৈধতার পরিমাণ কোনোটাই ভুল নয়! উপরন্তু এই প্ল্যানে ডেটা, কলিংসহ অনেক সুবিধা দেওয়া হবে। তো চলুন জেনে নিই এমটিএনএলের এই অত্যন্ত সাশ্রয়ী প্ল্যান সম্পর্কে।

MTNL-এর ২৫ টাকার বার্ষিক প্ল্যান

আগেই বলেছি এই প্ল্যানের দাম ২৫ টাকা এবং এর বৈধতা ৩৬৫ দিন। সেক্ষেত্রে এতে, কোম্পানি প্রথম ৩০ দিন ব্যবহারকারীদের ১০ টাকার টকটাইম, ১০০ লোকাল এমটিএনএল মিনিট এবং ৫০ এমবি ডেটা দেবে। লোকাল এবং এসটিডি কল প্রতি সেকেন্ডে ১/২ পয়সা চার্জ করা হবে। এছাড়া প্রতি সেকেন্ডে ১ পয়সা এবং প্রতি সেকেন্ডে ৬ পয়সা চার্জও কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে প্রতি এমবি ৩ পয়সা হারে ডেটা চার্জ করা হবে।

অন্য কোম্পানির কথা বললে, কাছাকাছি দামের রেঞ্জে Jio-র ২০ টাকার প্ল্যান রয়েছে যাতে ১৪.৯৫ টাকার টকটাইম পাওয়া যায়। এই একই সুবিধা দেয়, Airtel এব Vi-ও।