জনপ্রিয় অ্যাপ MX Player আনলো টিকটকের বিকল্প 'টাকাটাক'

জনপ্রিয় টিকটক অ্যাপের বিকল্প হিসেবে এমএক্স প্লেয়ার 'Takatak' নামক একটি অ্যাপ লঞ্চ করলো। টিকটক একটি স্বল্প সময়ের...
techgup 9 July 2020 10:19 PM IST

জনপ্রিয় টিকটক অ্যাপের বিকল্প হিসেবে এমএক্স প্লেয়ার 'Takatak' নামক একটি অ্যাপ লঞ্চ করলো। টিকটক একটি স্বল্প সময়ের মজাদার ভিডিও বানানোর অ্যাপ ছিল। তবে সম্প্রতি কেন্দ্র সরকার টিকটক সহ ৫৯ টি অ্যাপ কে ভারতে ব্যান করে। কারণ হিসাবে আশংকা করা হচ্ছিল যে এই চিনা অ্যাপগুলি ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁস করতে পারে। তবে চীনা অ্যাপ ব্যান করার পর অনেক ভারতীয় অ্যাপ উঠে এসেছে। এবার MX Player ও তাদের টিকটক বিকল্প এনে হাজির হল।

এমএক্স প্লেয়ার এর তৈরি 'Takatak' অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগোল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৩। এই অ্যাপটি বর্তমানে ১.০.১ ভার্সনে চলছে এবং এত কম সময়ের মধ্যে প্রায় ৫০০০০+ ব্যবহারকারী এই অ্যাপকে ডাউনলোড করেছে। টাকাটাক অ্যাপটি খুব তাড়াতাড়ি অ্যাপেল স্টোরেও পাওয়া যাবে।

নয়া এই অ্যাপটির ইন্টারফেস অনেকটা টিকটকের মতই, যার ফলে টিকটক ব্যবহারকারীদের এটা ব্যবহার করা অনেক সুবিধার। যদিও এই অ্যাপের ফিচারে অনেক ঘাটতি আছে বলে ব্যবহারকারীরা কমেন্টে জানিয়েছে। এই অ্যাপটি ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে খুবই তাড়াতাড়ি এবং সঠিক কাজ করছে।

মনে রাখবেন এইসব স্বল্প সময়ের ভিডিও বানানোর ক্ষেত্রে গান বা মিউজিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই গানগুলির ওপর বিভিন্ন কোম্পানির লাইসেন্স এবং প্রাইভেট লেভেলস থাকে। এই গানগুলি ব্যবহারের জন্য সেই কোম্পানি থেকে আইনত অনুমতি নিতে হয় অ্যাপগুলিকে। যতদিন না এই অ্যাপটি কোম্পানিগুলোর থেকে সব গান ব্যবহারের অনুমতি না পায় ততদিন ব্যবহারকারীরা এই অ্যাপটিকে টিকটক এর মত উপভোগ করতে পারবেন না।

ভারতে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞার পর এমএক্স প্লেয়ারের Takatak অ্যাপ এর মত চিঙ্গারি, রোপোসো এবং আরো বিভিন্ন অ্যাপ বাজারে এসেছে। টিকটক অ্যাপটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চিরস্থায়ী নাও হতে পারে। পরবর্তী সময়ে টিকটক অ্যাপটি যদি ফিরে আসে তখন এই অ্যাপগুলি এখনকার মত জনপ্রিয়তা টিকিয়ে রাখতে পারে কিনা সেটাই দেখার।

Show Full Article
Next Story
Share it