Cinema Divas: ২৩ সেপ্টেম্বর জাতীয় সিনেমা দিবস, মাল্টিপ্লেক্সে বসে ৭৫ টাকায় দেখুন সিনেমা

বণিকসভা এফআইসিসিআই (FICCI) এর সহকারী সংস্থা মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'র (MAI) হস্তক্ষেপে সিনেমাপ্রেমীদের...
SUPARNAMAN 15 Sept 2022 11:03 AM IST

বণিকসভা এফআইসিসিআই (FICCI) এর সহকারী সংস্থা মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'র (MAI) হস্তক্ষেপে সিনেমাপ্রেমীদের 'জাতীয় সিনেমা দিবস' (National Cinema Day) উদযাপনের তারিখ আপাতত এক সপ্তাহ পিছিয়ে গেল। এর ফলে শুক্রবার, ১৬ই সেপ্টেম্বর নয় বরং ২৩শে সেপ্টেম্বর দিনটি দেশজুড়ে 'জাতীয় সিনেমা দিবস' হিসেবে পালিত হবে। ইতিমধ্যে উল্লিখিত সংস্থাদের তরফ থেকে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংবাদ মাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাধারণ মানুষকে হলমুখী করতে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা MAI, বণিকসভা এফআইসিসিআই'র সাথে জোট বেঁধে প্রথমে ১৬ই সেপ্টেম্বর দিনটিকে, National Cinema Day বা জাতীয় সিনেমা দিবস রূপে উদযাপনের তোড়জোড় শুরু করে। বিশেষ ছাড় হিসেবে এই দিন সিনেমাপ্রিয় আমজনতা মাত্র ৭৫ টাকা খরচের বদলে তথাকথিত নামীদামী মাল্টিপ্লেক্সে বসে, পছন্দের ফিল্ম উপভোগ করতে পারবেন বলে ঘোষণা করা হয়। যদিও অখ্যাত বা কোনো অন্যধারার ছবি নয়, বরং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হিন্দি বা অন্য ভাষার ফিল্মগুলিই এক্ষেত্রে দর্শকেরা উপভোগ করতে পারবে। অবশ্য কর্মসূচীর পূর্বনির্ধারিত দিনক্ষণ বদলে যাওয়ায় সিনেমাপ্রেমীরা, আগামী ২৩শে সেপ্টেম্বর উল্লিখিত সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন।

কেন স্থগিত হল জাতীয় সিনেমা দিবস?

জাতীয় সিনেমা দিবস উদযাপনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে এমএআই জানিয়েছে যে, 'স্টেকহোল্ডারদের অনুরোধ' তথা আলোচ্য কর্মসূচিতে 'অংশগ্রহণের পরিমাণ বৃদ্ধি'র উদ্দেশ্য নিয়েই শুক্রবার, জাতীয় সিনেমা দিবস পালন স্থগিত রাখা হয়েছে। আসলে এজাতীয় কর্মসূচিকে আমজনতার মনের আরো কাছাকাছি পৌঁছে দিতে হলে যেমন ধরনের প্রস্তুতি গ্রহণ জরুরি, তা না থাকার কারণেই জাতীয় সিনেমা দিবসের দিনক্ষণ বদলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বলাবাহুল্য এহেন বক্তব্যের সঙ্গে খুব বেশি দ্বিমত হওয়ার পরিসর এক্ষেত্রে নেই।

২৩শে সেপ্টেম্বর ৭৫ টাকা খরচের বিনিময়ে মাল্টিপ্লেক্সে বসে উপভোগ করুন পছন্দের সিনেমা

দিনক্ষণ পিছিয়ে গেলেও আসন্ন ২৩ তারিখ সিনেমাপ্রেমীরা মাত্র ৭৫ টাকায় হল টিকিট কেটে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত যে কোনো চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। যদিও এক্ষেত্রে ক্রয়যোগ্য সর্বোচ্চ টিকিটের সংখ্যা সীমিত রাখা হবে বলেই আমাদের ধারণা।

পরিশেষে জানিয়ে রাখি, ২৩শে সেপ্টেম্বর দেশীয় সিনেমাপ্রিয়রা আইনক্স, পিভিআর, সিনেপোলিস, কার্নিভাল সিনেমা, মিরাজ, সিটি প্রাইড, এশিয়ান সিনেমা, মুভি টাইম, মুক্তা এ২, এম২কে, ওয়েভ সিনেমা সহ দেশের প্রায় ৪,০০০ সিনেমা স্ক্রিনে তাদের পছন্দের ফিল্ম উপভোগ করতে পারবেন।

Show Full Article
Next Story