৮৩ বছরের জন্য বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, কারা কিভাবে পাবেন জানুন

আপনি ভিডিও স্ট্রিমিং অ্যাপ Netflix পছন্দ করেন? কিন্তু বারবার সাবস্ক্রিপশনের জন্য পকেটে টান পড়ছে? তবে চিন্তা নেই, কোম্পানি ‘ইমমর্টাল’ নামে একটি নতুন অফার ঘোষণা করেছে,…

আপনি ভিডিও স্ট্রিমিং অ্যাপ Netflix পছন্দ করেন? কিন্তু বারবার সাবস্ক্রিপশনের জন্য পকেটে টান পড়ছে? তবে চিন্তা নেই, কোম্পানি ‘ইমমর্টাল’ নামে একটি নতুন অফার ঘোষণা করেছে, যেখানে আপনি বিনামূল্যে ১,০০০ মাসের অর্থাৎ ৮৩ বছরের সাবস্ক্রিপশন পেতে পারেন। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। ফ্রি সাবস্ক্রিপশন পেতে আপনাকে শুধু ‘Old Guard’ ভিডিওগেম খেলে সর্বোচ্চ স্কোর করতে হবে।

আসলে গত সপ্তাহে নেটফ্লিক্সে চার্লিজ থেরন অভিনীত ‘ওল্ড গার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই অফারটি নেটফ্লিক্সের ‘ওল্ড গার্ড’ সিনেমা প্রোমোশনের একটি অংশ। উল্লিখিত গেমটি এই সিনেমার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। গেমটিতে আপনাকে ‘এ ল্যাবরেইস- অমর অ্যান্ড ডিফিট হোর্ডস অফ এনিমিস’ মিশনে খেলতে হবে, যেখানে আপনি থেরন অভিনীত মুখ্য চরিত্রটির হয়ে খেলবেন। আপনাকে নিজের দলের লোকদের বাঁচাতে হবে এবং ডাবল-ব্লেড কুঠার ব্যবহার করে যত বেশি সম্ভব শত্রুদের হত্যা করতে হবে।

গেমটি ব্রাউজারে ওপেন করে খেলতে হবে, ইউজাররা লিঙ্কের মাধ্যমে এটি অ্যাক্সেস করতে পারবেন। এখানে সিনেমার ঘটনাগুলিকে গেমের ইভেন্ট হিসেবে তুলে ধরা হবে। সবথেকে মজার বিষয় হল ওল্ড গার্ড গেমে প্লেয়ারের কন্ট্রোল করা চরিত্রটি যদি মারা যায় তবে শুধু সেটির স্পিড কমে যাবে, অর্থাৎ গেমে প্লেয়ারের চরিত্রটি মারা গেলেও সেটি তৎক্ষণাৎ বেঁচে উঠবে।

নেটফ্লিক্সের এই গেমটি এখন খেলা যাচ্ছে এবং আগামী ১৯ জুলাই পর্যন্ত এটি উপলব্ধ। এর মধ্যে গেমটি খেলে হাই স্কোর করলেই নিখরচায় মিলবে ৮৩ বছরের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। তবে আফসোস এটাই, এই গেমটি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্স ইউজাররাই খেলতে পারবে।