বন্ধুদের সাথে Netflix-এর পাসওয়ার্ড শেয়ার করেন? এবার পড়তে হবে এই ঝামেলায়

বিনোদনের জন্য যেমন এখন অধিকাংশই Netflix-এর মত OTT প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন, তেমনই এই প্ল্যাটফর্মে নিজে কোনো প্ল্যান...
Anwesha Nandi 20 Oct 2022 7:35 PM IST

বিনোদনের জন্য যেমন এখন অধিকাংশই Netflix-এর মত OTT প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন, তেমনই এই প্ল্যাটফর্মে নিজে কোনো প্ল্যান সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের অ্যাক্সেস করেন অনেকেই। সেক্ষেত্রে আপনিও যদি Netflix-এর পাসওয়ার্ড কোনো বন্ধুকে ব্যবহার করতে দেন, তাহলে কিন্তু আগামীদিনে এই কাজের জন্য আপনাকে বড় মাশুল গুনতে হবে। আসলে এই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার দরুন ইউজারদের পাসওয়ার্ড শেয়ারিংয়ের জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে লগইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার ক্ষেত্রে এই অতিরিক্ত ফি বা চার্জ নেবে Netflix।

হঠাৎ কেন অতিরিক্ত চার্জ নেবে Netflix?

নেটফ্লিক্সের মতে, তারা বিগত কয়েক মাসে আয়ের দিক থেকে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সংস্থার সাবস্ক্রিপশন সংখ্যাতেও বড় পতন দেখা গেছে। আর পেছনে সংস্থা ইউজারদের পাসওয়ার্ড শেয়ার করার বিষয়টিকেই দায়ী করেছে।

অ্যাকাউন্ট শেয়ারিংয়ের দরুন হওয়া ক্র্যাক ডাউন (অবস্থার অবনতি) কীভাবে এড়ানো যায় তা উল্লেখ করে নেটফ্লিক্স রিপোর্টে বলেছে যে, তারা অবশেষে একটি চিন্তাশীল পদ্ধতি গ্রহণ করছে, যার কারণে ২০২৩ সালে নতুন নিয়ম অর্থাৎ অতিরিক্ত চার্জ নেওয়ার বিকল্প কার্যকরী হবে। তবে ইউজারদের নিজের পাসওয়ার্ড শেয়ার করার জন্য ঠিক কত টাকা চার্জ লাগবে, তা সংস্থাটি এখনো নিশ্চিত করেনি; সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে, এর জন্য মোটামুটি ৩ থেকে ৪ ডলার খরচ করতে হবে।

Netflix ইউজাররা পাবেন পাঁচটি বিকল্প

স্বাভাবিকভাবেই এই বিষয়টি সামনে আসার পর, নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইউজারদের প্রতিক্রিয়া শুনে নেটফ্লিক্স জানিয়েছে যে, তারা অ্যাকাউন্ট অ্যাক্সেস শেয়ারের ক্ষেত্রে মোট পাঁচটি অপশন অফার করবে যার মধ্যে অ্যাকাউন্ট বা প্রোফাইল ট্রান্সফার, সাব-অ্যাকাউন্ট তৈরি ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।

সময় ভালো যাচ্ছেনা Netflix-এর

সাম্প্রতিক মাসগুলিতে Netflix আয় বা রেভেনিউগত কিছু ক্ষতির মুখে পড়েছে। তবে তারা জানিয়েছে যে, যেহেতু স্ট্রিমিং এন্টারটেনমেন্টই ব্যবসার ভবিষ্যত তাই সংস্থাটি প্রতিযোগীদের সাথে পাল্লা দেওয়ার এবং পরিষেবা বৃদ্ধি করার যথাবিধ চেষ্টা করবে।

Show Full Article
Next Story