Bajaj কাল নতুন আঙ্গিকে 150 সিসি পালসার লঞ্চ করতে চলেছে, জানুন বিস্তারিত

বাজাজ অটো (Bajaj Auto) আগামী ২২ নভেম্বর ভারতে একটি নতুন বাইক লঞ্চ করবে। মডেলটির নাম এখনও ঘোষণা করা হয়নি। বিভিন্ন...
SUMAN 21 Nov 2022 9:12 AM IST

বাজাজ অটো (Bajaj Auto) আগামী ২২ নভেম্বর ভারতে একটি নতুন বাইক লঞ্চ করবে। মডেলটির নাম এখনও ঘোষণা করা হয়নি। বিভিন্ন রিপোর্টের দাবি সেটি আসলে Pulsar N150। এদিকে গত বছর বাজাজ তাদের একজোড়া ২৫০ সিসির বাইক N250 ও F250 বাজারে হাজির করেছিল। আবার কিছুমাস আগে নয়া অবতারে N160 আনা হয়েছে। তাই আসন্ন মডেলটি N150 হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ পালসার ১৫০ দীর্ঘদিন যাবৎ তেমন কোনো বড়সড় আপডেট পায়নি।

নতুন Pulsar N150 ডিজাইন

স্পাই ছবিতে দেখা গিয়েছে Pulsar N150 দৃশ্যত N250 ও N160-এর সাথে অনেকাংশেই মিল রয়েছে। কিন্তু আসন্ন মডেলটি বাকি দুই বাইকের চাইতে সস্তা হবে। তাই এতে একাধিক আপডেট নজরে পড়বে। যেমন এলইডি হেডল্যাম্পের বদলে হ্যালোজেন লাইট দেওয়া হতে পারে। তবে ডিজাইনের দিক থেকে তেমন কোনো পরিবর্তন ঘটানো হবে না। এতে থাকতে পারে একটি আন্ডার-বেলি এগজস্ট এবং এলইডি টেলল্যাম্প, যা N160-তেও বর্তমান।

নতুন Pulsar N150 ইঞ্জিন এবং গিয়ারবক্স

পালসার ১৫০-র বাজার চলতি মডেলটির ইঞ্জিন থেকে ১৪ পিএস শক্তি এবং ১৩.২ এনএম টর্ক উৎপন্ন হয়। এদিকে N160-র আউটপুট ১৬ পিএস এবং ১৪.৬৫ এনএম টর্ক। অনুমান করা হচ্ছে আসন্ন পালসারের মডেলটির পাওয়ার আগের মতই রাখা হবে, কেবলমাত্র টর্ক বাড়ানো হতে পারে।

নতুন Pulsar N150 ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে নতুন প্রজন্মের পালসারে তেমন কোন চমক চোখে পড়ে না। তাই সেই প্রথা N150-তেও বজায় থাকবে বলেই আশা করা হচ্ছে। থাকতে পারে বেজেল-লেস ডিজাইনের একটি ট্যাকোমিটার সহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্যাক লিট সুইচ গিয়ার এবং সেলফ ক্যানসেলিং টার্ম ইন্ডিকেটর। আবার একটি ইউএসবি পোর্ট অফার করা হতে পারে এতে।

নতুন Pulsar N150 হার্ডওয়্যার

N150-র হার্ডওয়্যার প্রসঙ্গে বললে এটি N160-র একই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। ব্রেকিং সামলাতে সামনের চাকায় ডিস্ক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। তবে টপ-এন্ড মডেলের দু’চাকাতেই ডিস্ক ব্রেকের সুবিধা মিলবে। উভয় ভ্যারিয়েন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে। সাসপেনশনের দায়িত্ব সামলাবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশক রিয়ার সেটআপ।

Show Full Article
Next Story