BMW F 900 XR: থ্রিলিং ডিজাইনের সঙ্গে পিওর পারফরম্যান্স, ভারতে 895 সিসির ADV বাইক লঞ্চ করল বিএমডব্লিউ

গতকাল ভারতে একসাথে তিন তিনটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করেছে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। তার মধ্যে F 850 GS Pro ও F 850 GS Adventure Pro হার্ডকোর…

গতকাল ভারতে একসাথে তিন তিনটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করেছে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)। তার মধ্যে F 850 GS Pro ও F 850 GS Adventure Pro হার্ডকোর ট্যুরিং বাইকের বিষয়ে ইতিমধ্যেই প্রতিবেদন প্রকাশ হয়েছে। এবার মিডলওয়েট অ্যাডভেঞ্চার বাইক বিএমডব্লিউ এফ ৯০০ এক্সআর (BMW F 900 XR) সর্ম্পকে বিস্তারিত জেনে নেব আমরা। প্রিমিয়াম মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১২.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। বাইকটি বিদেশে সম্পূর্ণ তৈরি ভারতে এনেছে বিএমডব্লিউ। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ডিলারশিপ থেকে বুকিং করা যাচ্ছে। জুন থেকে গ্রাহকদের BMW F 900 XR ডেলিভারিভারি দেওয়া শুরু হবে।

মোটরসাইকেলটির মধ্যমণি ৮৯৫ সিসি ওয়াটার কুল্ড ৪-স্ট্রোক ইন-লাইন ২-সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডারে রয়েছে চারটি ভাল্ভ। এর থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ১০৫ এইচপি ক্ষমতা এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৯২ এনএম টর্ক পাওয়া যায়। উচ্চ ক্ষমতার কারণে বাইকটি ০-১০০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় নেয় ৩.৬ সেকেন্ড। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২০০ কিমি।

BMW F 900 XR-এর উল্লেখযোগ্য ফিচার হল ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ৬.৫ ইঞ্চি কালার টিএফটি মাল্টি ফাংশনাল ইন্সট্রুমেন্ট প্যানেল। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা বাইকের সাথে নিজেদের স্মার্টফোন সংযুক্ত করে কোনরকম অ্যাপ্লিকেশন ছাড়াই মিডিয়া ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন।

এছাড়া বাইকটিতে ডায়নামিক ইএসএ, কীলেস রাইড এবং সেন্টার স্ট্যান্ড, হেডলাইট প্রো, ডিআরএল, গিয়ার শিফট অ্যাসিস্ট প্রো, রাইডিং মোড প্রো, ডায়নামিক ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, হিটেড গ্রিপস, ডায়নামিক ট্রাকশন কন্ট্রোল, এবিএস প্রো এবং কেস হোল্ডারের মতো ফিচার দেওয়া হয়েছে।