Car-Bike Price Hike: মূল্যবৃদ্ধির বাজারে ফের ছেঁকা, জুন থেকে গাড়ি-বাইক কেনার খরচ বাড়ছে

পেট্রোপণ্যের মূল্যের উত্তাপে নাজেহাল আমজনতা। কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমানো করার পর কিছুটা স্বস্তি পাওয়া গেলেও দেশের বেশিরভাগ রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরির উপরেই রয়েছে। নিত্য…

পেট্রোপণ্যের মূল্যের উত্তাপে নাজেহাল আমজনতা। কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমানো করার পর কিছুটা স্বস্তি পাওয়া গেলেও দেশের বেশিরভাগ রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরির উপরেই রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে খাদ্যপণ্যের ঝাঁঝালো মূল্যে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এহেন পরিস্থিতিতে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের কপালের ভাঁজ বাড়ায় এমন কথা শোনালো মোদি সরকার। দেশজুড়ে ১ জুন থেকে নতুন গাড়ি ও বাইক-স্কুটারের তৃতীয় পক্ষের বীমা বা থার্ড পার্টি ইন্সুরেন্স বাড়তে চলেছে বলে বুধবার এক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক।

উল্লেখ্য, তিন বছর পর নতুন গাড়ির বীমার পরিমাণ বাড়তে চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুন থেকে ১৫০ সিসি দু’চাকা গাড়ির উপরে প্রিমিয়াম এক ধাক্কায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। ১,০০০ থেকে ১,৫০০ সিসির মধ্যে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ৬% বৃদ্ধি করা হয়েছে। আগে এই গাড়ির বীমা বাবদ ৩,২২১ টাকা দিতে হলেও এখন তা বেড়ে হয়েছে ৩,৪১৬ টাকা। তবে ১,৫০০ সিসির বেশি গাড়ির প্রিমিয়াম ৭,৮৯৭ টাকা থেকে কমে হয়েছে ৭,৮৯০ টাকা।

এছাড়া, নতুন ব্যক্তিগত গাড়ির থার্ড পার্টি প্রিমিয়াম ২৩% বাড়ানো হয়েছে। ১,০০০ সিসি পর্যন্ত গাড়ির তিন বছরের প্রিমিয়াম একসাথে দেওয়ার ক্ষেত্রে এই নিয়ম জারি হয়েছে। মন্ত্রক জানিয়েছে ২,০৭২ টাকার প্রিমিয়াম বেড়ে হতে চলেছে ২,০৯৪ টাকা। ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির থার্ড পার্টি ইন্সুরেন্স প্রিমিয়াম আগের তুলনায় ১১% বেশি পড়বে। আর নতুন টু-হুইলারের থার্ড পার্টি প্রিমিয়াম ১৭% বাড়ানো হয়েছে। যে কারণে ১ জুন থেকে গাড়ির চূড়ান্ত দাম বাড়তে চলেছে।

তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনলে বীমার পরিমাণ বৃদ্ধির ঝঞ্ঝাট থেকে মিলবে নিস্তার। নয়া নিয়ম অনুযায়ী এই জাতীয় যানবাহনের প্রিমিয়ামে যথা ক্রমে ১৫% ও ৭.৫% ছাড় দেওয়া হয়েছে। আবার ৩০ কিলোওয়াটের কম ক্ষমতার মোটর যুক্ত বৈদ্যুতিক গাড়ির প্রিমিয়াম পড়বে ১,৭৮০ টাকা, যেখানে ৩০ থেকে ৬৫ কিলোওয়াট ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এর পরিমান ২,৯০৪ টাকা। অন্য দিকে, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও থার্ড পার্টি ইন্সুরেন্সের প্রিমিয়াম সামান্য বাড়ানো হয়েছে।