Splendor এর থেকেও সস্তা, Honda-র নতুন কমিউটার বাইকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন
ভারতে কমিউটার মোটরসাইকেলের চাহিদা যে পাহাড় প্রমাণ, তা সকলেরই জানা। যার প্রধান কারণ, এই জাতীয় বাইক সাশ্রয়ী মূল্যে কেনা...ভারতে কমিউটার মোটরসাইকেলের চাহিদা যে পাহাড় প্রমাণ, তা সকলেরই জানা। যার প্রধান কারণ, এই জাতীয় বাইক সাশ্রয়ী মূল্যে কেনা যায়। আবার চলাচল ও রক্ষণাবেক্ষণের খরচও অনেক কম। বর্তমানে এই সেগমেন্টে দেশের বেস্ট সেলিং মোটরসাইকেলটি হল – Hero Splendor। যার প্রতিপত্তিতে ভাগ বসাতে হোন্ডা (Honda) লঞ্চ করল তাদের ১০০ সিসির মোটরবাইক। যার নাম – Honda Shine 100। এর দাম ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। বাইকটির বুকিং শুরু হলেও, ডেলিভারি মে থেকে চালু হবে।
এদিকে Splendor-এর সাথে টক্কর নিতে হোন্ডা যে কষে কোমর বেঁধেছে, তা স্পষ্ট। কারণ হিরোর বাইকটির মূল্য যেখানে ৭২,০০০ টাকা থেকে শুরু, সেখানে শাইন ১০০-এর দাম অনেকটাই কম রাখা হয়েছে। আবার এর মাইলেজও সেগমেন্টের সেরা বলে দাবি করেছে জাপানি সংস্থাটি। যেখানে এক লিটার পেট্রোলে স্প্লেন্ডার ছোটে ৬৫ কিলোমিটারের সামান্য বেশি। আসুন নতুন লঞ্চ হওয়া হোন্ডার সবচেয়ে সস্তার মোটরসাইকেলটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক।
Honda Shine 100 ফিচার্স
– Honda Shine 100-তে এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি নতুন ১০০ সিসি, পিস্টন কুলিং অয়েল জেট এবং অফসেট পিস্টন সহ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। মসৃণ রাইডিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে অটোমেটিক চোক সিস্টেম। বাইকটির আউটপুট সম্পর্কিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এদিকে স্প্লেন্ডারের ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়।
– নতুন ১০০ সিসির হোন্ডা বাইকটি একটি ডায়মন্ড ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে। সাস্পেনশনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবসর্বার। ব্রেকিংয়ের জন্য কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ সামনে ও পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।
– শাইন ১০০-এর টার্নিং রেডিয়াস হল ১.৯ মিটার। মাটি থেকে সিটের উচ্চতা ৭৮৬ মিমি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং হুইলবেস যথাক্রমে ১৬৮ মিমি ও ১২৪৫ মিমি। সিটের দৈর্ঘ্য ৬৭৭ মিমি।
– ডিজাইনের দিক থেকে নতুন Honda Shine 100 অনেকাংশেই Shine 125-এর সমান। এতে উপস্থিত চতুর্দিকে হ্যালোজেন লাইটিং সিস্টেম, স্লিক ফ্রন্ট কাউল, অ্যালুমিনিয়াম গ্র্যাব রেল, অল ব্ল্যাক অ্যালয় হুইল, ভিন্ন ডিজাইনের মাফলার এবং টেলল্যাম্প। বাইকটি একটি ডুয়েল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ হাজির হয়েছে।
– ক্রেতারা পাঁচটি রঙের বিকল্পে বেছে নিতে পারবেন বাইকটি – গ্রীন স্ট্রিপ সহ ব্ল্যাক, রেড স্ট্রিপ সহ ব্ল্যাক, গোল্ড স্ট্রিপ সহ ব্ল্যাক, ব্লু স্ট্রিপ সহ ব্ল্যাক এবং গ্রে স্ট্রিপ সহ ব্ল্যাক।
– Honda Shine 100-তে ছয় বছরের ওয়ারেন্টি প্যাক অফার করা হচ্ছে। তার মধ্যে রয়েছে তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এবং তিন বছরের অপশনাল এক্সটেন্ডেড ওয়ারেন্টি।