মোবাইলে গান শুনলে বা কথা বললেই জেল কিংবা 5000 টাকা জরিমানা, এল নতুন নিয়ম

আজকাল স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে আমরা এক মুহূর্ত তো এটি ছাড়া থাকিই না, তাছাড়াও সর্বক্ষণ এই খুদে যন্ত্র ব্যবহার করতে…

আজকাল স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে আমরা এক মুহূর্ত তো এটি ছাড়া থাকিই না, তাছাড়াও সর্বক্ষণ এই খুদে যন্ত্র ব্যবহার করতে গিয়ে আশেপাশে কোনো অসুবিধা হচ্ছে কিনা অনেক ক্ষেত্রে তার খেয়ালও রাখিনা। বাড়ি, কাজের জায়গা, পড়াশোনার জায়গার পাশাপাশি বাস, ট্রেন বা মেট্রো ইত্যাদি যানবাহনে ভ্রমণের সময়েও আমাদের মধ্যে একাংশই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি। এক্ষেত্রে কিছু মানুষ আছে যারা বাস, ট্রেন বা পাবলিক প্লেসে ফোনের স্পিকারটিকে কাজে লাগিয়ে বেশি ভলিউম দিয়ে গান শোনেন। আবার অনেকে তো স্থান-কাল-পাত্র না দেখেই ফোনে জোরে জোরে কথা বলেন। স্বাভাবিকভাবেই এতে আর পাঁচজনের অসুবিধা হয়। তবে সম্প্রতি মোবাইল ব্যবহার নিয়ে একটি নতুন নিয়ম চালু হয়েছে, যার জেরে এই চেনা ছবিতে বদল আসবে বলেই আশা করা যায়। কারণ নয়া নিয়ম অনুযায়ী, কেউ যদি বাসে যাত্রার সময় ফোনে উচ্চস্বরে কথা বলেন বা হেডফোন ছাড়া জোরে ভলিউম দিয়ে ভিডিও দেখেন, তাহলে তাকে ৫,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে – এমনকি হতে পারে ৩ মাসের জেলও।

আপাতত মুম্বইয়ে চালু হয়েছে মোবাইল ব্যবহারের এই নতুন নিয়ম

বলে রাখি, এই মুহূর্তে মোবাইল ব্যবহারের এই নতুন নিয়মটি গোটা দেশে প্রযোজ্য হয়নি। বর্তমানে, এই নিয়ম বেস্ট (BEST) অর্থাৎ বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃক জারি হয়েছে, অর্থাৎ এই নিয়ম কেবল এখন মুম্বই মহানগরীতে ও পার্শ্ববর্তী শহরে কার্যকরী। আর যেমনটা শুরুতেই বলেছি, এই নিয়মে বাসে হেডফোন ছাড়া ভিডিও দেখা ও জোরে ফোনে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিয়ম ভাঙলে জেল-জরিমানা হতে পারে। সেক্ষেত্রে আগামী দিনে যে আমাদের পার্শ্ববর্তী এলাকাতেও এই নিয়ম চালু হওয়ার সম্ভাবনা নেই, এমনটা জোর দিয়ে বলা যাচ্ছেনা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই সপ্তাহ থেকেই মোবাইল ফোনের স্পীকারে ভিডিও দেখা বা গান বাজানো নিষিদ্ধ করেছে বেস্ট। গত ২৫শে এপ্রিল এই বিষয়ে প্রজ্ঞাপন বা নোটিশ জারি করা হয়েছে এবং নতুন নিয়ম সম্পর্কে সচেতনতা তৈরি করতে বাসে বাসে বিজ্ঞপ্তি সাঁটানোর কাজ শুরু হয়েছে।

কেন চালু হল মোবাইল ব্যবহারের নতুন নিয়ম?

মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত এই নতুন নিয়ম আনার পেছনে মূল কারণ হল শব্দ দূষণ, তবে এর পাশাপাশি বাস যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতেও এটি চালু হয়েছে। সার্কুলার অনুযায়ী, শব্দের ডেসিবেল মাত্রা কম রাখতে নতুন নিয়ম আনা হয়েছে – এমতাবস্থায় বাসের কোনো যাত্রীকে উচ্চস্বরে ফোনে কথা বলতে দেওয়া হবে না। আর যদি কেউ ভ্রমণের সময় গান শুনতে চান, তাহলে হেডফোন সঙ্গে রাখাই ভালো।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন