Pan Card: আসছে প্যান কার্ড ২.০! কিউআর কোড বসাবে আয়কর দফতর, বিনামূল্যে পাবেন দেশবাসী
প্যান ২.০ প্রকল্পের অধীন নতুন প্যান কার্ড ইস্যু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্যান ২.০ বাস্তবায়নের জন্য খরচ হতে পারে ১,৪৩৫ কোটি টাকা।
Pan Card QR Code: সোমবার মন্ত্রীসভার বৈঠকে ঠিক হল দেশজুড়ে ইস্যু করা হবে নতুন প্যান কার্ড। যেখানে থাকবে একটি বিশেষ কিউআর কোড। এই কার্ড বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে আয়কর দফতর। এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পক্ষ থেকে আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্পের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারি বিবৃতি অনুসারে, প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য ১,৪৩৫ কোটি টাকা ব্যয় করা হবে। বর্তমানে প্যান কার্ডের যে সিস্টেম তা আপডেট করা হবে। একটি ইউনিফায়েড পোর্টাল থাকবে। যেখানে সমস্ত কাজ হবে কাগজবিহীন এবং অনলাইন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন প্রকল্পে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার উপর জোর দেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি সাধারণ ব্যবসা শনাক্ত করতে সমস্ত প্যান ও ট্যান পরিষেবাগুলিকে একত্রিত করা হবে। পাশাপাশি প্যান কার্ডের ডেটা ব্যবহার করে সমস্ত সংস্থার জন্য একটি প্যান ডেটা ভল্ট সিস্টেম বাধ্যতামূলক করা হবে, যাতে গ্রাহকদের দেওয়া ডেটা সুরক্ষিত রাখা যায়।
প্যান ২.০ প্রকল্প কী?
PAN 2.0 প্রকল্প হল করদাতাদের জন্য একটি উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম। যেখানে প্রযুক্তির মাধ্যমে করদাতা নিবন্ধন পরিষেবাগুলির ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে পুনঃপ্রকৌশল করার জন্য একটি ই-গভর্নেন্স প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
প্যান কার্ডে কিউআর কোড বসানো এবং আরও ডিজিটালাইজড করার যে সুবিধাগুলি পাওয়া যাবে -
উন্নত, স্বচ্ছ এবং দ্রুত পরিষেবা সরবরাহ।
সঠিক এবং ডেটা-সামঞ্জস্যের একক উৎস।
পরিবেশ বান্ধব প্রক্রিয়া এবং খরচ কমবে।
অবকাঠামোর নিরাপত্তা এবং অপ্টিমাইজেশন।
মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ৭৮ কোটি প্যান কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৯৮ শতাংশ প্যান কার্ড এবং করদাতাদের দ্বারা ব্যবহৃত বর্তমান সিস্টেমকে আপগ্রেড করবে নতুন প্যান কার্ড প্রকল্প।
প্যান ২.০ প্রকল্পের অধীন নতুন প্যান কার্ড ইস্যু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্যান ২.০ বাস্তবায়নের জন্য খরচ হতে পারে ১,৪৩৫ কোটি টাকা।