আরও এক দুর্ধর্ষ মোটরসাইকেল আনছে Royal Enfield, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় ছবি ক্যামেরাবন্দি
বিখ্যাত রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এবছরের শুরুতেই একটি নতুন ক্রুজার মোটরসাইকেল লঞ্চ করেছিল।...বিখ্যাত রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এবছরের শুরুতেই একটি নতুন ক্রুজার মোটরসাইকেল লঞ্চ করেছিল। ফ্ল্যাগশিপ মডেলটি হল Super Meteor 650। আবার খুব সম্প্রতি Interceptor 650 ও Continental GT 650 অ্যালয় হুইল ও নতুন কালার সমেত হাজির করেছে তারা। এবারে ৬৫০ সিসির একটি নতুন স্ক্র্যাম্বলার বাইক আনতে চলেছে সংস্থাটি।
Royal Enfield Scrambler 650 কেমন হবে
রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম্বলার ৬৫০-কে রাস্তায় ধারে কোনোরকম আবরণ ছাড়াই দেখা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে মোটরসাইকেলটি ডিজাইনের দিক থেকে অনেকাংশেই Interceptor 650-এর সাথে সদৃশ। এতে রেট্রো-স্টাইলের গোলাকৃতি হেডলাইট, রিয়ার ভিউ মিরর, টেললাইট এবং টার্ন ইন্ডিকেট রয়েছে। এককথায় স্ক্র্যাম্বলার মডেলটির অনেক পার্টসই নতুন।
Royal Enfield Scrambler 650 ফিচার্স
নতুন Royal Enfield Scrambler 650-তে রয়েছে নি-রেসেস সহ টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক। যা বাইকটির স্পোর্টি লুকে নতুন মাত্রা যোগ করেছে। এলইডি হেড লাইটটি Super Meteor 650-এর থেকে নেওয়া। এতে একটি ছোট ফ্লাই স্ক্রিন এবং হেডলাইট গ্রিলের দেখা মিলেছে। যা অপশনাল অ্যাক্সসরিজ হিসেবে বেছে নেওয়া যাবে বলেই অনুমান। উইন্ডস্ক্রিনের ঠিক পেছনে সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট কনসোল আছে।
Royal Enfield Scrambler 650 ইঞ্জিন
চালিকাশক্তি জোগাতে মোটরসাইকেলটিতে দেওয়া হতে পারে একটি ৬৪৮ সিসি, এয়ার-অয়েল কুল্ড, প্যারালাল ট্যুইন ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৭.৫ পিএস শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে থাকবে একটি টু-ইন-ওয়ান এগজস্ট সেটআপ। এছাড়া থাকছে একটি ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবসর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হবে।
স্পট হওয়া মডেলটিতে স্পোক চুক্ত চাকার দেখা মিলেছে। যাতে আছে একটি বেসিক টিউব টাইপ। তবে এতে টিউবলেস স্পোক রিম-ও অফার করা হতে পারে। মোটরসাইকেলটির সামনে অপেক্ষাকৃত বড় এবং পেছনে তুলনামূলক ছোট হুইল থাকতে পারে বলে অনুমান করা যায় ।