জঙ্গল থেকে পাহাড় দাপাতে চলে এল Suzuki-র নতুন অ্যাডভেঞ্চার বাইক, আগামী বছর এ দেশে লঞ্চ

গতকাল ইতালির মিলন শহরে শুরু হয়েছে মিলান মোটরসাইকেল শো নামে পরিচিত EICMA। প্রায় পাঁচ দিন ধরে চলা মোটর শো-তে অংশগ্রহণ...
techgup 9 Nov 2022 11:55 AM IST

গতকাল ইতালির মিলন শহরে শুরু হয়েছে মিলান মোটরসাইকেল শো নামে পরিচিত EICMA। প্রায় পাঁচ দিন ধরে চলা মোটর শো-তে অংশগ্রহণ করছে বিশ্বের নামজাদা সমস্ত বাইক নির্মাণকারী সংস্থা এবং তাদের হাত ধরেই এই কয়েকদিনে লঞ্চ হবে নতুন বেশ কিছু মডেল। শুরুতেই ছক্কা হাঁকিয়ে হাজির জাপানের প্রখ্যাত বাইক নির্মাতা সুজুকি(Suzuki)। তাদের নতুন অ্যাডভেঞ্চার বাইক V-Storm 800DE এর আবরণ উন্মোচন করল এখানে। এটি সংস্থার পুরনো V-Storm 650-এর জায়গা নেবে বলে জানিয়েছে তারা।

সম্পূর্ণ নতুন ফ্রেমের উপর নির্মিত এই V-Storm 800DE মডেলটি। প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি অ্যাডভেঞ্চার ভ্রমণের জন্য উপযুক্ত মসলা মজুত রয়েছে এতে। অফ-রোড ফোকাসড হওয়ার ফলে পাহাড় থেকে জঙ্গল দাপিয়ে বেড়াতে পারবে। ডিজাইনের দিক থেকে এই মডেলটির উচ্চতর সংস্করণ V-Storm 1050 থেকে কিছু অংশ ধার নেওয়া হয়েছে। বাইকটির সামনে থাকা ফেসিয়া একে শার্প লুক প্রদান করেছে।

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এতে থাকা ৭৭৬ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন। সর্বোচ্চ ৮,৫০০ আরপিএম গতিতে ৮৩ বিএইচপি শক্তির উৎপাদন করার ক্ষমতা রয়েছে এর। যদিও এই ইঞ্জিন দ্বারা উৎপাদিত টর্কের পরিমাণ এখনোও পর্যন্ত আমাদের অজানা। তবে শক্তিশালী এটি এক লিটার পেট্রলে সর্বাধিক ২২.৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। সাথে রয়েছে ছয় গতির ট্রান্সমিশন সিস্টেম।

V-Storm 800DE বাইকটি অ্যাডভেঞ্চার সেগমেন্টের হওয়ায় এর দৈর্ঘ্য অনেকটাই বেশি। মডেলটি দৈর্ঘ্যে ২,৩৪৫ মিমি প্রস্থে ৯৭৫ মিমি ও উচ্চতায় ১,৩১০ মিমি। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিমি এবং সিটের উচ্চতা ৮৫৫ মিমি। সিটার উচ্চতা খানিকটা বেশি হওয়ায় কম উচ্চতার চালকদের জন্য তা সমস্যা সৃষ্টি করতে পারে।

Suzuki V-Storm 800DE-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইডিং মোড, চার ধরনের ট্রাকশন কন্ট্রোল মোড এবং ইজি স্টার্ট সিস্টেম। উপরন্তু বাইকটিতে রয়েছে দুই ধরনের মোড যুক্ত ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটির পেছনের চাকায় প্রয়োজনে এবিএস বন্ধ রাখা সম্ভব। সাথে মিলবে ইউএসবি সকেট। এমনকি বাইকটির সামনে থাকা উইন্ডস্ক্রিনটিকে তিন রকম ভাবে অ্যাডজাস্ট করা যাবে।

সুজুকির এই নতুন মডেলটি তিনটি রঙে উপলব্ধ- ইয়োলো, গ্রে ও ব্ল্যাক। আগামী বছর ভারতে CKD ইউনিট হিসাবে এটি লঞ্চ করা হতে পারে। অর্থাৎ এর সমস্ত যন্ত্রাংশ ভারতের মাটিতেই অ্যাসেম্বল করা হবে। Suzuki V-Storm 800DE এর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে XL750 Transalp এবং BMW F850GS।

Show Full Article
Next Story