Tata Electric Cars: লঞ্চের জন্য প্রস্তুত টাটার এই তিন ইলেকট্রিক গাড়ি, রেঞ্জ ও ফিচার সম্পর্কে জেনে নিন
হ্যাচব্যাক, সেডান, এবং এসইউভি - প্রতিটি সেগমেন্টেই বৈদ্যুতিক গাড়ি এনে চমক দিতে প্রস্তুত টাটা মোটরস (Tata Motors)।...হ্যাচব্যাক, সেডান, এবং এসইউভি - প্রতিটি সেগমেন্টেই বৈদ্যুতিক গাড়ি এনে চমক দিতে প্রস্তুত টাটা মোটরস (Tata Motors)। বিদ্যুৎচালিত গাড়িগুলি চলতি বছরের মধ্যেই একে একে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি Nexon EV খুব শীঘ্রই নতুন অবতারে বাজারে হাজির হবে। আপডেটেড মডেলে বড় ব্যাটারির কারণে রেঞ্জ বেশি হবে। স্টাইলিংয়ে থাকবে পরিবর্তন। আগামী ক'মাসের মধ্যে আপডেটেড Tiago EV লঞ্চ করবে টাটা। আবার Tata Altroz EV-এর রোড টেস্টিং ইঙ্গিত করছে, টাটার সবচেয়ে সেরা প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ির বৈদ্যুতিক ভার্সন লঞ্চ হবে শীঘ্রই। এই প্রতিবেদনে টাটার এই তিন আপকামিং গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য রইল।
আপডেটেড টাটা নেক্সন ইভি (Updated Tata Nexon EV)
নেক্সন ইভিকে আরও বেশি ক্ষমতার ব্যাটারির সাথে হাজির করতে চলেছে টাটা। তবে বর্তমানে ৩০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ বাজার চলতি মডেলটিও উপলব্ধ থাকবে। আপকামিং মডেলে ৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হবে। রেঞ্জ হতে পারে ৪০০ কিলোমিটারের অধিক। তুলনাস্বরূপ, বর্তমানে নেক্সন ইভির রেঞ্জ ৩১২ কিমি বলে দাবি করা হলেও, বাস্তবে আরও কম। নয়া মডেলে উচ্চ ক্ষমতার ৬.৬ কিলোওয়াট এসি চার্জার দেওয়া হতে পারে।
আপডেটেড টাটা টিগর ইভি (Updated Tata Tigor EV)
আপডেটেড টিগর ইভি-তে টাটার জিপট্রন প্রযুক্তির ইলেকট্রিক মোটরের সাথে থাকতে পারে একটি ২৬ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। মডেলটির টিগরের নতুন রেঞ্জ হতে পারে ৩৫০ কিমির আশেপাশে। বর্তমানে বাজারে উপলব্ধ মডেলটির রেঞ্জ ৩০৬ কিমি বলে দাবি সংস্থার। এদিকে বড় ব্যাটারি দিতে হলে গাড়ির তলদেশের ডিজাইনেও পরিবর্তন করা আবশ্যক। এছাড়া সার্বিক ওজন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াতে আপডেটেড সাসপেনশন সিস্টেম দেওয়া হতে পারে 2022 Tata Tigor EV-তে। এত কিছু পরিবর্তনের কারণে গাড়িটির মূল্য সামান্য বাড়বে বলে ধারণা।
টাটা অ্যাল্ট্রোজ ইভি (Tata Altroz EV)
২০২০ অটো এক্সপোতে অ্যাল্ট্রোজ ইভি গাড়িটির ঝলক দেখিয়েছিল টাটা মোটরস। আশা করা হচ্ছে চলতি অর্থবর্ষের মধ্যেই গাড়িটি বাজারে হাজির করবে টাটা। এটি জিপট্রন প্রযুক্তির IP-67 শংসাপত্র প্রাপ্ত লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং একটি পার্মানেন্ট ম্যাগনেট এসি মোটর সহ আসতে পারে। অ্যাল্ট্রোজ ইভি সম্পূর্ণ চার্জে ২৫০-৩০০ কিমি পথ অতিক্রম করতে পারবে বলে অনুমান।